For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৌশলী হয়ে উঠছেন রাহুল! মুসলিম বুদ্ধিজীবীদের বৈঠকে ২০১৯-এর বার্তা মোদীর উদ্দেশে

লোকসভা এগিয়ে আসছে। বছর ঘুরলেই দামামা বেজে যাবে মিশন ২০১৯-এর। তাই এখন থেকেই অস্ত্রে শান দিয়ে রাখছে যুযুধান দুই পক্ষ।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা এগিয়ে আসছে। বছর ঘুরলেই দামামা বেজে যাবে মিশন ২০১৯-এর। তাই এখন থেকেই অস্ত্রে শান দিয়ে রাখছে যুযুধান দুই পক্ষ। নরেন্দ্র মোদী যখন ঘাটতি মেটাতে বাংলা-সহ পূর্ব ভারতকে টার্গেট করছেন, তখন নীরবে অন্য অঙ্ক কষছেন রাহুল গান্ধী। তিনি নতুন কৌশল রচনা করতে মুসলিম বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠকে বসলেন।

কৌশলী হয়ে উঠছেন রাহুল! মুসলিম বুদ্ধিজীবীদের বৈঠকে ২০১৯-এর বার্তা মোদীর উদ্দেশে

বুধবার মুসলিম বুদ্ধিজীবীদের নিয়ে এই বৈঠক হল রাহুল গান্ধীর বাড়িতে। এই বৈঠককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছে বিজেপি। ওসব কটাক্ষকে আমল না দিয়ে রাহুল গান্ধী মন দিয়েছেন লোকসভার অঙ্কেই। তিনি যেমন উত্তরপ্রদেশ-দিল্লিসহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলকে নিয়ে ভাবছেন, ভাবছেন বাংলার জোট-অঙ্কের কথাও। তেমনই বিজেপির শাসনে মুসলিমরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাও উসকে দিলেন লোকসভার ভোটের আগে।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার, অভিনেত্রী শাবানা আজমি, শিক্ষাবিদ জোয়া হোসেন, সমাজকর্মী শবনম হাসমি, যোজনা কমিশনের প্রাক্তন সদস্য সইদা হামিদ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অফিসার অন স্পেশাল ডিউটি সৌয়দ জাফর মামুদদের মতো মুসলিম বুদ্ধিজীবী সমাজের সদস্যদের নিয়ে আলোচনা চক্র রাহুলের মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন প্রগতিশীল মুসলিম সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করবেন, বর্তমান সময়ে তাঁরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এর আগে রাহুল ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে বসেছেন, কথা বলেছেন, ভাব আদানপ্রদান করেছেন। এবার একটা সমষ্টির সঙ্গে বসছেন তিনি। কংগ্রেস এই জনসংযোগ চুপিসারেই করতে চাইছিল। কিন্তু বিজেপি এর বিরুদ্ধে মুখ খোলায়, পাল্টা আসরে নেমেছেন কংগ্রেস নেতারাও।

কংগ্রেস সাফ জানিয়েছে, দলের সভাপতি হিসেবে রাহুল গান্ধী সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপচারিতা, ভাব আদানপ্রদান করতেই পারেন। একটা সমাজের প্রগতিশীল মানুষদের সঙ্গে তিনি আলোচনায় বসেছেন, কোনও মৌলবাদীর সঙ্গেও আলোচনায় বসেননি, তাহলে কেন এত গাত্রগাহ বিজেপির, প্রশ্ন তোলা হয় কংগ্রেসের পক্ষে। কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে, তাঁরা এভাবে সমাজের বিভিন্ন শ্রেণির বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনায় বসবেন, তাঁদের মত নেবেন আগামী দিনের লক্ষ্যে।

[আরও পড়ুন:কনভয় থামিয়ে ছিলেন বৃদ্ধ জনমজুর, 'মানবিক' মুখ্যমন্ত্রী গ্রামে গিয়ে খুঁজে নিলেন তাঁকে ][আরও পড়ুন:কনভয় থামিয়ে ছিলেন বৃদ্ধ জনমজুর, 'মানবিক' মুখ্যমন্ত্রী গ্রামে গিয়ে খুঁজে নিলেন তাঁকে ]

English summary
Congress president Rahul Gandhi arranges a meeting with Muslim intellectual persons in his house before Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X