For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি রাহুলের! উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের

কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় বলে গণ্য করা হোক। দেরি না করেই এই সিদ্ধান্ত নেওয়া হোক। প্রধানমন্ত্রীর কাছে এমনটাই আবেদন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় বলে গণ্য করা হোক। দেরি না করেই এই সিদ্ধান্ত নেওয়া হোক। প্রধানমন্ত্রীর কাছে এমনটাই আবেদন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেরলের লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা বিপন্ন, বলেছেন রাহুল গান্ধী।

কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি

গত ১০০ বছরে ভয়াবহ বন্যা দেখেনি কেরল। এখনও পর্যন্ত সাড়ে তিনশোর ওপর মানুষের মৃত্যু হয়েছে। ৩.১৪ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। কেরলের বন্যা পরিস্থিতি নিয়েই টুইট করেছেন রাহুল গান্ধী। তাতেই কেরলের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার দাবি করা হয়েছে। যেই সময় রাহুল গান্ধী টুইট করেন, সেই সময় বন্যা বিধ্বস্ত কেরল পরিদর্শনে ছিলেন প্রধানমন্ত্রী। এদিন বন্যা পরিস্থিতি নিয়ে কেরল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং

এদিকে কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বন্যায় মৃত্যু ও ক্ষতির জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্যা নিয়ে রিভিউ মিটিং করার পর রাজ্যকে ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার অতিরিক্ত বলেই জানা গিয়েছে। ১২ অগাস্ট রাজনাথ সিং কেরলের জন্য ১০০ কোটি টাকা সাহায্যের কথা জানিয়েছিলেন। আর্থিক সাহায্য ছাড়াও চাহিদা মতো কেরলকে খাদ্যশস্য, ওষুধ সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

কেরলের পাশে বাইচুং

বন্যা বিধ্বস্ত কেরলের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ফুটবলার বাইচুর ভূটিয়া।

উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ

উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ

এদিকে কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টানিও গুটারেস। ভারতে থাকা রাষ্ট্র সংঘের প্রতিনিধিরা বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানানো হয়েছে রাষ্ট্রসংঘের তরফে।

English summary
Rahul Gandhi appealed to PM to declare Kerala floods as national disaster
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X