For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আমি কংগ্রেস- আমি প্রান্তিক মানুষের পাশে দাঁড়াই’, মোদীর খোঁচার জবাবে টুইট রাহুলের

প্রধানমন্ত্রীকে তিনি কোনও পাল্টা তোপ দাগেননি। শালীনতা বজায় রেখে রাহুল শুধু বলেছেন, ‘আমি কংগ্রেস। তার কারণ, আমি লাইনের শেষ ব্যক্তিটির পাশে দাঁড়াই।’

Google Oneindia Bengali News

কংগ্রেস মুসলিম পুরুষদের দল না মহিলাদেরও! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই খোঁচার বিরুদ্ধে এবার সরব হলেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে তিনি কোনও পাল্টা তোপ দাগেননি। শালীনতা বজায় রেখে রাহুল শুধু বলেছেন, 'আমি কংগ্রেস। তার কারণ, আমি লাইনের শেষ ব্যক্তিটির পাশে দাঁড়াই। যাঁরা নিপীড়িত, বঞ্চিত, অসহায়- তাঁদের ধর্ম, বর্ণ, জাতি ও বিশ্বাস আমার কাছে তুচ্ছ। আমার কাছে সেই মানুষটাই বড়।'

‘আমি কংগ্রেস- আমি প্রান্তিক মানুষের পাশে দাঁড়াই’, মোদীর খোঁচার জবাবে টুইট রাহুলের

মঙ্গলবার রাহুল গান্ধী টুইট করে জবাব দিয়েছেন বিজেপির সমালোচনার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন যে সমালোচনা করেছেন, তাঁর জবাবে রাহুল জানিয়েছেন, 'আমি প্রান্তিক মানুষের ব্যথা-বেদনার সঙ্গে সমব্যাথী হতে চেয়েছি। আমার কাছে ঘৃণা নয়, ভয় নয়, সবাইকে ভালোবেসে চলাই জীবন। কারণ আমি কংগ্রেস।'

উল্লখ্য, মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের একটি সভায় রাহুল গান্ধী বলেছিলেন কংগ্রেস মুসলিমদের জন্য। তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করেই আক্রমণে নামে বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ধরনের মন্তব্য করে কংগ্রেস দেশভাগের সময়কার পরিস্থিতি তৈরি করতে চাইছে। আর নরেন্দ্র মোদী রাহুলকে কটাক্ষ করে জানান, 'আমি বুঝেছি যে কংগ্রেস মুসলিমদের দল। সেটা ঠিক আছে। কিন্তু আমি জানতে চাই এই দল কি শুধুই মুসলিম পুরুষদের জন্য, নাকি মহিলাদেরও গুরুত্ব দেওয়া হয়।'

আর তার পরিপ্রেক্ষিতেই রাহুল সোমবার টুইট করে মহিলা সংরক্ষণ বিল নিয়ে খোঁচা দেন প্রধানমন্ত্রীকে। তিনি লেখেন, লোকসভায় পড়ে থাকা মহিলা সংরক্ষণ বিল পাস করানো হোক। কংগ্রেস এজন্য প্রয়োজনীয় সমর্থন দেবে। একই দাবি জানিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও।

রাহুল টুইটের সঙ্গে একটি চিঠি জুড়ে আরও বার্তা দেন, দলতন্ত্রের উপরে উঠে মহিলা সংরক্ষণ বিল পাস করার সময় এসেছে এবার। কংগ্রেস শর্তহীন সমর্থন দেবে। কংগ্রেস এ জন্য ৩২ লক্ষ সইও সংগ্রহ করেছে। আর এদিন সরাসরি 'কংগ্রেস মুসলিমের জন্য' মন্তব্যের ব্যাখ্যা দিয়ে টুইট করলেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন: বিজেপির স্লোগান বিএসপির মুখে! ফেডারেল ফ্রন্ট গঠনের আগেই তার প্রধানের পদ নিয়ে টানাটানি][আরও পড়ুন: বিজেপির স্লোগান বিএসপির মুখে! ফেডারেল ফ্রন্ট গঠনের আগেই তার প্রধানের পদ নিয়ে টানাটানি]

[আরও পড়ুন:এবার বিজেপি শাসিত রাজ্যে গণপ্রহারের শিকার স্বামী অগ্নিবেশ][আরও পড়ুন:এবার বিজেপি শাসিত রাজ্যে গণপ্রহারের শিকার স্বামী অগ্নিবেশ]

English summary
Congress president Rahul Gandhi answers on twitter to Narendra Modi that he is Congress. Modi criticizes that congress is a party of Muslim man, not woman,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X