For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পরিযায়ী' হাতিয়ারেই বিহারে নরেন্দ্র মোদীর 'পদ্ম' পুষ্করিণী ছারখারের ছক রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

একই দিনে বিহারে রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দুই নেতার একই দিনে রাজ্য সফর ঘিরে বিহারের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা আলাদা মাত্রায় পৌঁছেছে। এই আবহে প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ করার পথেই হাঁটলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরিযায়ী ইস্যু ছাড়াও লাদাখে চিন সীমান্ত নিয়ে সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান রাহুল গান্ধী।

মোদীকে আক্রমণ রাহুলের

মোদীকে আক্রমণ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে এদিন রাহুল গান্ধী বলেন, 'লাদাখে যখন বিহারের জওয়ান শহিদ হন, তখন প্রধানমন্ত্রী কী করছিলেন? যখন চিন আমাদের দেশের ভূখণ্ডে ঢুকে জমি দখল করেছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী সেকথা কেন অস্বীকার করেছিলেন? আজ তিনি বিহারে এসে সেই জওয়ানদের প্রতি সম্মান জ্ঞাপন করছেন। তবে আগে কেন এই বিষয়ে মিথ্যা বলেছিলেন?'

মোদী কেন বিহারের জনগণকে মিথ্যা কথা বলছেন?

মোদী কেন বিহারের জনগণকে মিথ্যা কথা বলছেন?

এরপর রাহুল গান্ধী আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বিহারের জনগণকে মিথ্যা কথা বলছেন? বিহারের যুব সমাজকে চাকরি দিতে কেন ব্যর্থ হলেন প্রধানমন্ত্রী মোদী? এর আগে ২০১৫ ালের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী বিহারে এসে এরাজ্যের যুব সমাজকে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোথায় সেই চারকি? তিনি ভাষণ দেওয়ার সময় নিজেকে সেনা জওয়ান এবং কৃষকদের বন্ধু বলে আখ্যা দেন। কিন্তু বাড়ি ফিরে তিনি আম্বানি-আদানিদের বন্ধু হয়ে যান।'

পরিযায়ী ইস্যু নিয়ে রাহুলের আক্রমণ

পরিযায়ী ইস্যু নিয়ে রাহুলের আক্রমণ

এরপর করোনা সংক্রমণের সময় পরিযায়ী সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, 'বিহার থেকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সব পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসতে বাধ্য় হন অতিমারীর সময়। সেই সময় আপনারা এত হাজার মাইল হেঁটে যখন ফিরছিলেন, তখন প্রধানমন্ত্রী মোদী কী করছিলেন? আপনাদের কি তিনি তখন ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিলেন?'

নরেন্দ্র মোদীর তিনটি জনসভা

নরেন্দ্র মোদীর তিনটি জনসভা

বিহারে আজ তিনটি নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিহারের রোহতাস জেলার দেহরিতে হবে প্রথম ব়্যালি৷ এরপর দ্বিতীয় ব়্যালিটি হয় গয়ার ঐতিহাসিক গান্ধী ময়দানে৷ তৃতীয়টি হয় ভাগলপুরে৷ বিজেপির তরফে জানানো হয়েছে, বিহারে মোট ১২টি নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী৷ কয়েকটি নির্বাচনী সভা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও৷

রাহুলের দুটি জনসভা বিহারে

রাহুলের দুটি জনসভা বিহারে

অন্যদিকে, কংগ্রেসের তরফে এদিন দু'টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় বিহারে৷ আজ রাহুল গান্ধী তাঁর প্রথম নির্বাচনী ব়্যালি করেন নাওড়ার হিসুয়ায়৷ পরের ব়্যালিটি হয় কাহালগাঁওয়ে৷ আরজেডি নেতা তথা বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব হিসুয়ার ব়্যালিতে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন৷

রাহুলের সঙ্গে ছিলেন তেজস্বী

রাহুলের সঙ্গে ছিলেন তেজস্বী

হিসুয়ায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ করার আগে সেখানে বক্তব্য রাখেন তেজস্বী। এবং এদিন ফের বিহারের যুব সমাজের জন্য ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নীতীশ কুমারকে পরিযায়ী সমস্যার জন্যে দায়ি করেন তেজস্বী। নীতীশ কুমার করোনা কালে মানুষের জন্য কাজ না করে বাড়িতে লুকিয়ে ছিলেন বলে অভিযোগ করেন তেজস্বী।

<strong>নস্যাৎ মোদীর দাবি, 'লণ্ঠন'-এর আলোয় নীতীশের 'অকর্মণ্যতা' তুলে ধরলেন তেজস্বী</strong>নস্যাৎ মোদীর দাবি, 'লণ্ঠন'-এর আলোয় নীতীশের 'অকর্মণ্যতা' তুলে ধরলেন তেজস্বী

English summary
Rahul Gandhi alleges that PM Narendra Modi lying to Bihar about Migrant Crisis during Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X