For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর কত প্রাণ গেলে কৃষি আইন বাতিলের পথে হাঁটবে কেন্দ্র? ফের রাহুলের নিশানায় মোদী সরকার

আর কত প্রাণ গেলে কৃষি আইন বাতিলের পথে হাঁটবে কেন্দ্র? ফের রাহুলের নিশানায় মোদী সরকার

  • |
Google Oneindia Bengali News

পেরিয়েছে ১৭ দিনের বেশি সময়। এখনও কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের প্রতিবাদে অনড় আন্দোলনরত কৃষকরা। এদিকে গত প্রায় দুসপ্তাহেরও বেশি সময় ধরে হাজারো চেষ্টা করে দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরাতে পারেনি কেন্দ্র। উল্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও প্রবল ঠাণ্ডার জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন কৃষক। এবার এই প্রসঙ্গ টেনেই কৃষি বিল নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী।

আর কত প্রাণ গেলে কৃষি আইন বাতিলের পথে হাঁটবে কেন্দ্র? ফের রাহুলের নিশানায় মোদী সরকার

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষি আইন সমস্যার সমাধান করতে এর আগে প্রায় ৭ দফায় আন্দোলনরত ক-ষকদের সঙ্গে বৈঠকে বসেছে কেন্দ্র। কিন্তু তারপরেও কৃষকদের দাবি মানতে নারাজ মোদী সরকার। তাদের সাফ বক্তব্য, ন্যূনতম কিছু রদবদল করা গেলেও কোনও ভাবেই বাতিল করা যাবে না বলে সাফ জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে এই 'কালা আইন’ বাতিল না করা পর্যন্ত কৃষকরাও কোনও ভাবেই আন্দোলনের রাস্তা থেকে সরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এমতাবস্তায় চলমান কৃষক আন্দোলনকে সামনে রেখে রাহুল গান্ধী ফের কেন্দ্রকে নিশানা শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌতর।

এদিকে কৃষি আইন বাতিল না করা হলে ভারত বনধের পর এবার দেশব্যাপী রেল অবরোধের প্রস্তুতি নিচ্ছেন কৃষরা। পাশাপাশি দিল্লিগামী সমস্ত জাতীয় সড়ক বন্ধেরও হুঁশিয়ারি এসেছে কিষাণ ইউনিয়নগুলির তরফে। এমতাস্থায় রাহুল কেন্দ্রকে শূলে চড়িয়ে রাহুলের প্রশ্ন, “ আর কত প্রাণ গেলে টনক নড়বে সরকারের ? আর কত প্রাণ গেলে কৃষি আইন বাতিলের রাস্তায় হাঁটবে সরকার?” শনিবার একটি টুইটবার্তায় এই ভাবেই কেন্দ্রের বিরুদ্ধে বেনজির আক্রামণ শানাতে দেখা যায় সোনিয়া পুত্রকে। সেখানেই আন্দোলনের মাঝে কৃষক মৃত্যুর খতিয়ানও তুলে ধরেন তিনি।

হায়দরাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, কমপক্ষে আহত ১১ জন শ্রমিক, আটকে রয়েছেন অনেকেহায়দরাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, কমপক্ষে আহত ১১ জন শ্রমিক, আটকে রয়েছেন অনেকে

English summary
how many farmers will have to die to repeal the agricultural law? Rahul Gandhi attacks on Modi Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X