For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব, প্রচারে আর কী বললেন রাহুল

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। গুজরাতের পাটনের জনসভায় তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় আসলে কৃষিঋণ মকুব করা হবে। ভাষণে আদানি-আম্বানিদের নামও টেনে আনেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। গুজরাতের পাটনের জনসভায় তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় আসলে কৃষিঋণ মকুব করা হবে। ভাষণে আদানি-আম্বানিদের নামও টেনে আনেন তিনি।

গুজরাতে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব, প্রচারে আর কী বললেন রাহুল

প্রথম দফার ভোট মধ্যগগণে। চারদিন বাদেই দ্বিতীয় দফার ভোট। তারই প্রচারে গুজরাতের পাটনে কংগ্রেস সহসভাপতি রাগুল গান্ধী। নোটবাতিল থেকে জিএসটি, বেকারি থেকে আদানি-আম্বানি সব কিছুই উঠে আসে রাহুল গান্ধীর ভাষণে।

ফের একবার জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলেও পাটনের সভা থেকে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

পাটনের জনসভায় রাহুল গান্ধীর অভিযোগ

  • একদিকে যখন গোটা দেশের লোক যখন ব্যাঙ্কের লাইনে নোট বদলানোর জন্য দাঁড়িয়ে, সেই সময়ে ব্যাঙ্কের ভিতরে কালো টাকা সাদা করেছে ধনীরা।
  • ১০ বাড় শিল্পপতির ঋণ মকুব করা হলেও কৃষিঋণ কেন মকুব করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেস ক্ষমতায় আসলে ১০ দিনের মধ্যে গুজরাতের কৃষকদের ঋণ মকুব করা হবে বলে জানিয়েছেন রাহুল।
  • গুজরাতে ৩০ লক্ষ বেকার। মোদী সরকার একদিনে ৪২৫ জনকে চাকরি দেয়। কিন্তু চিনে একদিনে ৫০ হাজার জনের চাকরি হয় বলে সমাবেশে জানিয়েছেন রাহুল।
  • গরিবদের জমি দেওয়া নয়, মোদীর সময়ে গরিবদের জমি কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছন রাহুল গান্ধী।
  • রাহুল গান্ধীর অভিযোগ, শিল্পপতি আদানিকে যে জমি প্রতি বর্গমিটার একটাকার দিয়েছিল মোদী সরকার, সেই জমি আদানিরা বেচে দিয়েছে ৩০০০ টাকায়।
  • অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনিল আম্বানির সংস্থাকে রাফালে যুদ্ধ বিমান তৈরির বরাত দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল।
  • মোদীর ইমেজ তৈরিতে ৩৭০০ কোটি টাকা খরচ হওয়া নিয়েও সমাবেশে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, মোদীজি চৌকিদার না ভাগিদার।
English summary
Rahul Gandhi again attacked Narendra Modi over the policies of the Government. He assured farmers to remove their loans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X