নির্বাচন কালে যুবতীকে পুড়িয়ে মারার ঘটনা ধামাচাপা বিহারে! নীতীশের 'পর্দা ফাঁস' রাহুলের
সম্প্রতি বিহারের বৈশালীতে এক যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ইভটিজারদের বিরুদ্ধ৷ এবার সেই ঘটনাকে হাতিয়ার করে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী৷ টুইটারে তাঁর অভিযোগ, বিহার নির্বাচনের মাঝে হওয়া এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নীতীশ কুমারের সরকার৷

এনডিএ সরকারকে আক্রমণ রাহুলের
আজ রাহুল গান্ধী টুইট করে বিহারের এনডিএ সরকারকে আক্রমণ করে লেখেন, 'কার অপরাধ সবচেয়ে ভয়ংকর? যারা এই অমানবিক কাজটি করেছে? নাকি যারা ভোট বৃদ্ধির জন্য় এই ঘটনাটিকে লুকিয়ে রেখেছিল, যাতে এই কুশাসনের উপর তার মিথ্য়া সুশাসনের ভিত্তি স্থাপন করতে পারা যায়।'

সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরেন রাহুল গান্ধী
রাহুল তাঁর টুইটের স্বপক্ষে একটি সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরেন৷ যেখানে বলা হয়েছে, বিহার নির্বাচনের সময় এক যুবতীকে জীবন্ত পুড়িয়ে দেয় একদল যুবক৷ টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাঁর মৃত্যু হয়৷ তাঁর অভিযোগ, ভোটে লাভ তুলতে এই ঘটনাকে ধামাচাপা দিয়েছে নীতীশ কুমারের সরকার৷

কী ঘটেছিল?
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এলাকারই এক যুবক তার বন্ধুদের নিয়ে ওই যুবতিকে উত্য়ক্ত করত৷ তার প্রতিবাদ করায় যুবতির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সোমবার যুবতির পরিবারের সদস্যরা দেহ নিয়ে পটনার রাস্তায় বিক্ষোভ দেখান৷ পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন তাঁরা৷

৩৭০ ধারা ইস্যুতে গান্ধীদের বিরুদ্ধে হাতিয়ার, গুপকর গ্যাঙের ষড়যন্ত্র নিয়ে সরব অমিত শাহ