For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে গড় হারিয়ে কী বললেন যোগী! পাল্টা রণ হুঙ্কার রাহুলের গলায়

গোবলয়ে বিজেপি-র শক্তঘাঁটি উত্তর প্রদেশের উপ নির্বাচনে ধরাশায়ী পদ্ম শিবির। বিএসপি-সপা জোট গোরক্ষপুর ও ফুলপুরে ভেঙে দিতে পেরেছে গেরুয়া দূর্গ।

  • |
Google Oneindia Bengali News

গোবলয়ে বিজেপি-র শক্তঘাঁটি উত্তর প্রদেশের উপ নির্বাচনে ধরাশায়ী পদ্ম শিবির। বিএসপি-সপা জোট গোরক্ষপুর ও ফুলপুরে ভেঙে দিতে পেরেছে গেরুয়া দূর্গ। আর নিজের গড় গোরক্ষপুর আসনে বিজেপি-র পরাজয়ে বেশ অস্বস্তিতে যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, সেখানের গোরক্ষপুর মন্দিরের প্রদান পুরহিত ছিলেন তিনি। বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ বিজেপি-র হারের পর , এর কারণ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

উত্তরপ্রদেশে গড় হারিয়ে কী বললেন যোগী! পাল্টা রণ হুঙ্কার রাহুলের গলায়

[আরও পড়ুন: ২০১৭-এ সাম্প্রদায়িক হিংসার আঁতুর ঘর ছিল যোগীরাজ্য! কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ খোদ কেন্দ্রের ][আরও পড়ুন: ২০১৭-এ সাম্প্রদায়িক হিংসার আঁতুর ঘর ছিল যোগীরাজ্য! কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ খোদ কেন্দ্রের ]

এদিন, সাংবাদিকদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, 'মানুষের রায় আমরা গ্রহণ করছি । এই ফলাফল আশা করা যায়নি। ভুল চুক খতিয়ে দেখা হবে। যাঁরা জিতেছেন তাঁদের অভিনন্দন। ' পাশাপাশি তিনি এও জানান, যাঁরা জিতেছেন সরকারের উন্নয়নের কাজে তাঁদের পাশে পাবেন বলেই তিনি আশা করেন। তবে এদিনও স্বভাবসিদ্ধ ভঙ্গিকে, বিএসপি-এসপি জোটকে আক্রমণ করতে ছাড়েননি যোগী। তিনি ইঙ্গিত দেন , বিজেপি-ও নিজের যাবতীয় রণনীতি নিয়ে তৈরি হচ্ছে।

উত্তর প্রদেশ নির্বাচনে বিএসপি-সমাজবাদী পার্টির সামনে কংগ্রেস দাঁড়াতে না পারলেও , নির্বাচনের ফলাফলের পর বিজেপি বিরোধিতা করতে একটুলও জমি ছাড়েননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । রাহুল এদিন নিজের টুইটে জানান, ক্রমেই দেশে ক্ষোভ বাড়ছে বিজেপি-র বিরুদ্ধে। আর তারই প্রকাশ এই ভোটের ফলাফল।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছেড়ে আসা আসনে বিজেপি হেরে গিয়েছে। এদিকে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের জেতা ফুলপুর আসনেও বিজেপি পরাজিত হয়েছে।

English summary
Rahul Ganadhi and Yogi Adityanath's Reaction on Up bypoll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X