For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাহুল ফেল করেছেন, তাই এন্ট্রি প্রিয়াঙ্কার', কড়া প্রতিক্রিয়া বিজেপির

উত্তরপ্রদেশের হাত ধরেই রাজনীতিতে এদিন আনুষ্ঠানিক এন্ট্রি হল গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের হাত ধরেই রাজনীতিতে এদিন আনুষ্ঠানিক এন্ট্রি হল গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার। তাঁর আগমনের খবরে কংগ্রেস সমর্থকদের মধ্যে খুশির হাওয়া। বিজেপিকে যোগ্য জবাব দিতে এবার কোমর বাঁধছেন কংগ্রেস কর্মীরা।

রাহুল ফেল করেছেন, তাই এন্ট্রি প্রিয়াঙ্কার, আর কী প্রতিক্রিয়া বিজেপির

এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের তরফে মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, রাহুল গান্ধী ফেল করেছেন। ফলে প্রিয়াঙ্কাকে রাজনীতির ময়দানে নামাতে হয়েছে কংগ্রেসকে।

বিজেপির কটাক্ষ, উত্তরপ্রদেশে কংগ্রেসকে মহাজোটের পক্ষে কেউ চাইছে না। ফলে রাহুলের পরিবারের সদস্য হিসাবে তাকে সামলাতে প্রিয়াঙ্কাকে আসরে নামতে হয়েছে।

সম্বিত পাত্রর কটাক্ষ, প্রিয়াঙ্কাকে রাজনীতিতে নামিয়ে কংগ্রেস শেষ অবধি জনসমক্ষে স্বীকার করল যে রাহুল গান্ধী ফেল করেছেন। তাঁর এগিয়ে চলার জন্য পরিবারের সমর্থন প্রয়োজন।

[আরও পড়ুন:মায়া না মমতা! কাকে চান প্রধানমন্ত্রীর কুর্সিতে, কৌশলী উত্তরে মাত করলেন অখিলেশ][আরও পড়ুন:মায়া না মমতা! কাকে চান প্রধানমন্ত্রীর কুর্সিতে, কৌশলী উত্তরে মাত করলেন অখিলেশ]

একইসঙ্গে তাঁর অভিযোগ, গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস কিছু ভাবতেই পারে না। সেই বার্তাই ফের একবার পরিষ্কার হল। বিজেপিতে পার্টিই পরিবার। আর কংগ্রেসে পরিবারই পার্টি। সব নির্বাচন হয় একটাই পরিবার থেকে।

[আরও পড়ুন: লোকসভায় গড় বাঁচাতে প্রিয়াঙ্কাকে নামিয়ে মোক্ষম চাল কংগ্রেসের ][আরও পড়ুন: লোকসভায় গড় বাঁচাতে প্রিয়াঙ্কাকে নামিয়ে মোক্ষম চাল কংগ্রেসের ]

প্রসঙ্গত, এদিন প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশ পূর্বে দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। আমেঠি ও রায়বরেলিতে শেষ কয়েকটি লোকসভা নির্বাচনে মা সোনিয়া গান্ধী ও দাদা রাহুল গান্ধীর কেন্দ্রে চুটিয়ে প্রচার সেরেছেন প্রিয়াঙ্কা। গত উত্তরপ্রদেশ নির্বাচনেও প্রিয়াঙ্কাকে প্রচারে দেখা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে তিনি ভোটে দাঁড়ান কিনা সেটা দেখার বিষয়।

[আরও পড়ুন:লক্ষ্য লোকসভা নির্বাচন! রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা দিলেন প্রিয়ঙ্কা][আরও পড়ুন:লক্ষ্য লোকসভা নির্বাচন! রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা দিলেন প্রিয়ঙ্কা]

English summary
'Rahul failed, Priyanka entered', BJP mocks Congress on Priyanka Gandhi's entry on politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X