For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর বিরোধিতা, মোস্তাফার পর কংগ্রেসের খাঁড়ার ঘা বিএল শর্মার উপর

Google Oneindia Bengali News

রাহুল গান্ধীর বিরোধিতা, মোস্তাফার পর কংগ্রেসের খাঁড়ার ঘা বিএল শর্মার উপর
জয়পুর, ২ জুন : রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ খুললেই দলের খাড়ার ঘা খেতেই হবে। একথা আরও একবার প্রমাণ করে রাজস্থানের বিধায়ক বি এল শর্মাকে দল থেকে সাসপেন্ড করল কংগ্রেস। তিনি বলেছিলেন, কংগ্রেসকে রাহুল ও প্রিয়াঙ্কার বাইরেও কিছু ভাবতে হবে। গণতান্ত্রিক উপায়ে নয় গান্ধী পরিবারের সদস্য হওয়ার জন্য কর্তৃত্ব উপভোগ করতে পারছেন রাহুল। এমনকী একইসঙ্গে বলেছিলেন, কংগ্রেস সার্কাসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল গান্ধী।

পিসিসি-র মুখপাত্র অর্চন শর্মা জানিয়েছেন, বি এল শর্মাকে পিসিসি প্রধান সাসপেন্ড করেছেন। তবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এআইসিসি-র পক্ষ থেকে। এই প্রথম নয়, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় বৃহস্পতিবার কেরালার কংগ্রেস নেতা টিএইচ মোস্তাফাকে সাসপেন্ড করা হয়।

রাহুল গান্ধীকে কংগ্রেসি সার্কাসের এমডি বলার পাশাপাশি বিএল শর্মা বলেছিলেন, রাহুল গান্ধীর প্রতি অযথা স্নেহ না দেখিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উচিত, দলের পুনর্গঠন ও শক্তিবৃদ্ধির জন্য দলে গণতান্ত্রিক উপায়ে জোর দেওয়া। যারা রাহুল গান্ধীকে সদাসর্বদা ঘিরে রেখেছে তারা আসলে জোকার। আর রাহুল গান্ধী ওই জোকারদের দলের ম্যানেজিং ডিরেক্টর।

আরও পড়ুন : প্রিয়াঙ্কা ও রাহুলের বাইরেও ভাবতে হবে কংগ্রেসকে, সমালোচনায় দলীয় নেতাই

রবিবার দলের তরফে বি এল শর্মাকে সাসপেন্ড করার খবর ছড়িয়ে পড়ে। এই গোটা বিষয়টি সম্পর্কে বি এল শর্মার কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান, তিনিএখনও দলের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানেনা। তবে দল কী পদক্ষেপ নিল সে বিষয়ে তিনি পরোয়া করেননা। তাঁর কথায় তিনি যা বলেছেন তা ভুল কিছু নয়। একইসঙ্গে এদিনও তিনি বলেন, কংগ্রেস দলটি যেভাবে চলছে তা দুর্ভাগ্যপূর্ণ।

রাজস্থান বিধানসভার সর্দারশহর বিধানসভা কেন্দ্র থেকে ৬ বারের বিধায়ক বিএল শর্মা। এই রাজ্য থেকে কংগ্রেসের মোট ২১ জন বিধায়ক রয়েছে।

কেরালার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 'সং' বলে দলের কোপে পড়েন। কেরালা থেকে পাঁচবারের বিধায়ক এবং প্রাক্তন অসামরিক প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মোস্তাফা। শুধু রাহুলের সমালোচনাই নয়, মোস্তাফার দাবি ছিল, সমস্ত পদ থেকে রাহুলকে সরিয়ে দেওয়া হোক এবং তাঁর জায়গায় তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নয়া নেত্রী নির্বাচন করা হোক।

English summary
Rahul attack, after kerala MLA, Rajasthan MLA to face action, suspended
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X