For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত রত্ন পেলেন প্রণব, মোদী-শাহরা থাকলেও অনুষ্ঠানে অনুপস্থিত সোনিয়া, রাহুল

আজই ভারত রত্ন তুলে দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ভারত রত্ন সম্মাননা তুলে দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতিকে এই সম্মানে সম্মানিত করেন। রাষ্ট্রপতি ভবনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব রাজনৈতিক দলেন সাংসদরা। কিন্তু আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

ভারত রত্ন পেলেন প্রণব, অনুষ্ঠানে অনুপস্থিত সোনিয়া, রাহুল

গান্ধী পরিবারের কেউ অনুষ্ঠানে উপস্থিত না থাকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে থেকেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল কংগ্রেসের। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যােয়র আরএসএসের সভায় যোগ দেওয়া নিয়ে সোনিয়ার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল। অনেক কংগ্রেস নেতাই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু প্রণব সে অনুষ্ঠান বাতিল করেননি। নাগপুরের আরএসএসের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যও রেখেছিলেন। এই নিয়ে প্রকাশ্যে সমালোচনা শুরু করেছিলেন কংগ্রেস নেতারা। সোনিয়া গান্ধী নিজে প্রণবের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।

রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পরেও একাধিক ইস্যুকে সংগ্রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের। কংগ্রেসের একজন প্রবীণ সদস্য হয়েও তাঁকে কংগ্রেসের কোনও সিদ্ধান্তে অংশ নিতে দেখা যেত না। গত বছরই প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করে মোদী সরকার। তাতে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেনি কংগ্রেস। ভারত রত্ন প্রদানের অনুষ্ঠানে রাহুল এবং সোনিয়ার অনুপস্থিতি সেই দ্বন্দ্ব আরও প্রকট করেছে।

English summary
Rahul and Sonia avoided Bharat Ratna award ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X