For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন প্রয়োগের কৌশল নিয়ে ফের প্রশ্ন রাহুলের, পরিসংখ্যান তুলে কেন্দ্রকে তোপ

লকডাউন প্রয়োগের কৌশল নিয়ে ফের প্রশ্ন রাহুলের, পরিসংখ্যান তুলে কেন্দ্রকে তোপ

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের কার্যকারিতা নিয়ে আবারও কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধী। লকডাউনের মেয়াদ বাড়লেও নতুন সংক্রমণে কোনও লাগাম না টানতে পারায় মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় তাকে। এদিন চারটি দফার লকডাউনে দেশের করোনা সংক্রমণের গতিপ্রকৃতি ও পরিসংখ্যানের একটি তুল্যমূল্য গ্রাফ তিনি টুইটারে পোস্টও করেন।

লকডাউন প্রয়োগের কৌশল নিয়ে ফের প্রশ্ন রাহুলের, পরিসংখ্যান তুলে কেন্দ্রকে তোপ

লকডাউন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এদিন তিনি টুইটারে লেখেন, “ পাগলেরা বারবার একই জিনিসের পুনরাবৃত্তি করে চলেছে কিন্তু ভিন্ন ভিন্ন ফলের প্রত্যাশা করছে। ” অর্থাৎ একাধিক দফায় একাধিক বিধিনিষেধের সঙ্গে দেশে লকডাউন নামানো হলেও তাতে করোনার প্রাদুর্ভাবে বিন্দু মাত্র ভাটা পড়েনি তাই এদিন শ্লেষ বাক্যের মাধ্যমে বলতে চেয়েছেন রাহুল। এর আগেও এক টুইটে পাঁচ দফার লকডাউনকেই 'ব্যর্থ লকডাউন’ বলে কটাক্ষ করেন রাহুল। পাশাপাশি অন্যান্য দেশের পরিসংখ্যান তুলে ধরে তিনি টুইট করেন, “কোভিড-১৯-র সংক্রমণ যখন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তখন ভারতই মনে হয় একমাত্র দেশ যে লকডাউন শিথিলের পথে হেঁটেছে।”

২৪শে মার্চ থেকে গোটা ভারতে প্রথম দফার লকডাউন কার্যকর হয়েছিল। তার আগে ২৪শে মার্চ পর্যন্ত ভারতে ৫০০ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। সেখানে ১৪ই জুন পঞ্চম দফার লকডাউন শেষের একদিন আগে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পেরিয়ে গেছে। পাশাপাশি মারা গেছেন প্রায় ৮,৮০০ জন। একদিকে শুক্রবার ভারতে করোনা আক্রান্ত হন ১০ হাজারের বেশি মানুষ। যা ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড তৈরি করেছে।

প্রথম দিনেই 'বাংলার যুবশক্তি' নিয়ে ব্যাপক সাড়া! আপ্লুত অভিষেক প্রথম দিনেই 'বাংলার যুবশক্তি' নিয়ে ব্যাপক সাড়া! আপ্লুত অভিষেক

English summary
rahul again questioned about the strategy of implementing lockdown and picked up the statistics and fired at the center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X