For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফায় RBI গভর্নর হিসাবে কাজ করতে অনাগ্রহী রঘুনাথ রাজন,তার জায়গায় কে আসবে জল্পনা তুঙ্গে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ জুন : সমস্ত জল্পনা উড়িয়ে শনিবার নিজের মুখেই রঘুরাম রাজন জানিয়ে দিলেন দ্বিতীয় দফায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে কাজ করতে ইচ্ছুক নন তিনি। আগামী ৪ সেপ্টেম্বর তাঁর আরবিআই গভর্নর পদের সময়কাল শেষ হলে আবার তিনি পড়াশোনার জগতেই ফিরতে চান বলেও সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন রাজন।

রঘুরাম রাজনের জায়গায় আরবিআই-এ নতুন গভর্নর পদে কে দায়িত্বভার গ্রহণ করবেন নিয়ে তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপাতত এই পদের জন্য সাতটি নাম আলোচনায় ঘোরাফেরা করছে বলে কেন্দ্রীয় সরকারের এক প্রবীন আমলার তরফে জানানো হয়েছে।

দ্বিতীয় দফায় RBI গভর্নর হিসাবে কাজ করতে অনাগ্রহী রঘুনাথ রাজন,তার জায়গায় কে আসবে জল্পনা তুঙ্গে!

এই সাত জনের মধ্যে নাম রয়েছে, বিজয় কেলকর, রাকেশ মোহন, অশোক লাহিড়ি, উর্জিৎ পটেল, অরুন্ধতী ভট্টাচার্য, সুবীর গোকর্ন, অশোক চাওলা।

২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজন আরবিআই-এর গভর্নর পদে নিযুক্ত হন। ১৯৯২ সালের পর থেকে রাজন প্রথম আরবিআই গভর্নর যিনি দ্বিতীয়বারের জন্য মেয়াদবৃদ্ধিতে অনাগ্রহী।

আরবিআই গভর্নর দায়িত্বে থাকাকালীন একাধিকবার বিজেপি নেতা সহ্মনিয়াম স্বামীর আক্রমণের মুখে পড়েছেন রাজন। কখনও "ভারতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে ইচ্ছাকৃত চেষ্টা চালাচ্ছেন রাজন" বলে কখনও আবার আক্রমণ করেছেন, "আরবিআই গভর্নর মানসিকভাবে ভারতীয় নন" বলে আক্রমণ শানিয়েছেন স্বামী। মেয়াদবৃদ্ধিতে রাজন অনিচ্ছা প্রকাশ করার পরও স্বামী বলেন, "উনি জানতেন দ্বিতীয় দফায় কাজ করার সুযোগ উনি পাবেন না। তাই আগে থেকেই নিজে অনাগ্রহ প্রকাশ করেছেন। "

যদিও উল্টোদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজনের প্রশংসা করে বলেন, "ওর ভাল কাজের জন্য ওনাকে অভিনন্দন জানাই, ওঁনার কাজ সতিই প্রশংসনীয়। পাশাপাশি ওঁর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। শীঘ্রই নয়া গভর্নরের নাম ঘোষণা করা হবে। "

English summary
Raghuram Rajan Says Will Quit As RBI Governor In September, Seven names on long list to replace him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X