For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসহিষ্ণুতা আর সমালোচনার ভয় ভুল পথে চালিত করছে সরকারকে, দাবি রাজনের

কঠোর সত্যির মুখোমুখি হতে ভয় পাচ্ছে সরকার। সরাসরি মোদী সরকারকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

Google Oneindia Bengali News

কঠোর সত্যির মুখোমুখি হতে ভয় পাচ্ছে সরকার। সরাসরি মোদী সরকারকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি দাবি করেছেন, সরকার সমালোচনাকে ভয় পায় সেকারণেই অসহিষ্ণু হয়ে উঠছে।

অসহিষ্ণুতা আর সমালোচনার ভয় ভুল পথে চালিত করছে সরকারকে, দাবি রাজনের

আর এই অসহিষ্ণুতাই ভুল পথে চালিত করছে সরকার এবং দেশের নীতিনির্ধারকদের। একটি আপোষ মূলক সমৃণ পরিবেশে থাকতে চাইছে সরকার। যার পরিণতি দেশের পক্ষে ভাল নয় বলেই দাবি করেছেন রাজন। শাসক দলের সমালোচকের দল সরকার বিরোধী সমালোচনা হলেই উগ্র হয়ে উঠছে। যেটা কোনও ভাবেই কাম্য নয় বলে দাবি করেছেন তিনি। কারণ ভয় দেখিয়ে কখনও সত্যিটা ঢেকে রাখা যায় না। সেটা একটা না একটা সময় প্রকাশ্যে আসবেই।

েদশের আর্থিক উন্নয়নে বাধা তৈরির অন্যতম কারণ গোঁড়ামি। সরকার কূপমণ্ডুক হয়ে বসে থাকতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। দেশের আর্থিক উন্নয়নে কোনও বিদেশের পরামর্শ মেনে নিতে চাইছে না। এটাই আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেেছন রাজন।

[ মোদীকে বাদ দিয়ে মনমোহনকে আমন্ত্রণ করতারপুর করিডরের উদ্বোধনে][ মোদীকে বাদ দিয়ে মনমোহনকে আমন্ত্রণ করতারপুর করিডরের উদ্বোধনে]

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের দুই সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ তাঁরা সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজন তাঁর ব্লগে লিখেছিলেন, সরকার আত্মতুষ্টিতে ভুগছে। অতীতকে গুরুত্ব দিতে গিয়ে ভবিষ্যতের ক্ষতি করে ফেলছে। সেটাই দেশের আর্থিক বিকাশের বাঁধা হয়ে যাচ্ছে। কারণ অতীতকে স্মরণে রেখেই ভবিষ্যতের দিকে এগোন উচিত। অতীতকে আঁকড়ে থাকা মুর্খতা ছাড়া আর কিছু নয় বলেই দাবি করেছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকার ক্ষমতায় আসার পরেই রঘুরাম রাজন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দেন। কাজেই বিজেপি সরকারের সঙ্গে প্রথম থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি।

[ হরিয়ানা জয়ে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে নানা চমক][ হরিয়ানা জয়ে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে নানা চমক]

English summary
Raghuram Rajan said lack of tolerance lead to mistakes in policymaking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X