For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থনীতিতে নোবেল-এর সম্ভাব্য প্রাপকদের তালিকায় এই ভারতীয়

এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর।

  • |
Google Oneindia Bengali News

এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন। ২০১৭ সালে নোবেল অর্থনীতি বিষয়ক পুরস্কার প্রাপকদের সম্ভাব্য তালিকায় তাঁর জায়গা করে নেওয়ার নেপথ্যে রয়েছে, কর্পোরেট ফিনান্সে জগতে রাজনের অবদান।

অর্থনীতিতে নোবেল-এর সম্ভাব্য প্রাপকদের তালিকায় এই ভারতীয়


ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য বলছে, অর্থনীতিতে নোবেল পুরস্কারের য়ে সম্ভাব্য ৬ জনের নাম নিয়ে তালিকা তৈরি করছে নোবেল কমিটি সেই তালিকায় নাম রয়েছে এই ভারতীয় বিশিষ্ট অর্থনীতিবিদের। এই পুরস্কার গোষণা করা হবে আগামী সোমবার।

অর্থনীতিতে নোবেল-এর সম্ভাব্য প্রাপকদের তালিকায় এই ভারতীয়

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরের পদ থেকে অবসর নেন রাজন। এর পর শিকাগোতে বুথ স্কুল অফ বিজনেস-এ অধ্যাপনার কাজ শুরু করেন তিনি। মাত্র ৪০ বছর বয়সে আইএমএফ-এর শাীর্ষ পদে কনিষ্ঠতম প্রধান হিসাবে আসীন হওয়ার রেকর্ডও রয়েছে রাজনের। প্রসঙ্গত , অর্থনীতিতে এর আগে নোবেল প্রাপকদের তালিকায় রয়েছেন আরেক ভারতীয়, অর্মত্য সেন। তারপর আবারও রাজনের হাত ধরে কোনও ভারতীয় এই সম্মান জেতেন কী না , এখন সেদিকেই নজর রয়ছে গোটা দেশের।

English summary
Raghuram Rajan, former Governor of Reserve Bank of India (RBI), has been named one of the possible contenders for 2017 Nobel Prize in Economics for his "contributions illuminating the dimensions of decisions in corporate finance", suggests Clarivate Analytics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X