For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাফালের নথি নিয়ে দেশের প্রতিরক্ষার অসম্পূর্ণ ছবি তুলে ধরা হচ্ছে', তোপ প্রতিরক্ষামন্ত্রকের

সুপ্রিম কোর্ট এদিনের নির্দেশে স্পষ্ট জানিয়েছে , রাফালে ইস্যুতে ফাঁস হওয়া নথিকেও প্রমাণ হিসাবে মান্যতা দেওয়া হবে। যে ঘটনার প্রেক্ষিতে প্রথম দফা ভোটের আগে রীতিমত ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্ট এদিনের নির্দেশে স্পষ্ট জানিয়েছে , রাফালে ইস্যুতে ফাঁস হওয়া নথিকেও প্রমাণ হিসাবে মান্যতা দেওয়া হবে। যে ঘটনার প্রেক্ষিতে প্রথম দফা ভোটের আগে রীতিমত ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। কংগ্রেস ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে এই বিষয়ে তোপ দাগতে শুরু করে দিয়েছে।

রাফালের নথি নিয়ে দেশের প্রতিরক্ষার অসম্পূর্ণ ছবি তুলে ধরা হচ্ছে, তোপ প্রতিরক্ষামন্ত্রকের

এদিকে, বিরোধীরা যখন রাফালে মামলা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের ইস্তফা দাবি করছেন,তখন প্রতিরক্ষামন্ত্রকের তরফেও নিজের অবস্থান স্পষ্ট করা হল। । প্রতিরক্ষামন্ত্রকের দাবি,যেভাবে রাফাল সংক্রান্ত নথি নিয়ে দেশের প্রতিরক্ষার ছবিটা বিকৃত করে প্রকাশ করে হচ্ছে। দেশের প্রতিরক্ষা নিয়ে এক অস্পূর্ণ ছবি দেওয়া হচ্ছে। আর জাতীয় নিরাপত্তা নিয়ে এটা জেনে বুঝে করা হচ্ছে। এইভাবে তথ্যেরও বিকৃতি করা হচ্ছে।

[আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে বিজেপিতে ধস, উত্তর-পূর্বে ৩৭ সদস্য একযোগে ছাড়লেন দল ][আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে বিজেপিতে ধস, উত্তর-পূর্বে ৩৭ সদস্য একযোগে ছাড়লেন দল ]

এর আগে রাফালে মামলার নথি নিয়ে কেন্দ্রের আপত্তিকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। কোর্ট জানিয়েছে, গতবছরের ডিসেম্বরে রাফালে নিয়ে যে রায় দেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করা হবে। ফাঁস হওয়া আর আদালতে জমা পড়া গোপন নথি নিয়েই শুনানি হবে আদালতে। এদিন জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত।

[আরও পড়ুন: ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখিয়ে গেলেন রাহুল, আশ্বাস দিয়ে গেলেন 'ন্যায়'-দানের][আরও পড়ুন: ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখিয়ে গেলেন রাহুল, আশ্বাস দিয়ে গেলেন 'ন্যায়'-দানের]

English summary
Rafale papers being used to present incomplete picture says Defence Ministry after SC verdict.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X