For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শত্রুর শিরদাঁড়ায় বয়ে যাবে ঠান্ডা স্রোত, রাফালের জ্বালানি ভরার দুর্ধর্ষ ছবি টুইট বায়ুসেনার

শত্রুর শিরদাঁড়া বেয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত, রাফালের মাঝ আকাশে জ্বালানি ভরার দুর্ধর্ষ ছবি টুইট বায়ুসেনার

Google Oneindia Bengali News

শত্রুর শিডরদাঁড়া বেয়ে বয়ে যাবে যাবে ঠান্ডা স্রোত। এমনই রোমহর্ষক রাফাল যুদ্ধ বিমানের ছবি টুইট করেছে বায়ুসেনা। মাঝ আকাশে প্রায় ৩০০০ ফুট উচ্চতায় জ্বালানি ভরছে সেই দুর্ধর্ষ যুদ্ধ বিমান। ভারতেপ মাটিতে নামার আগেই শত্রু পক্ষের কাঁপুনি ধরিয়ে দেবে সেই ছবি। আগামীকাল ভারতের মাটিতে পা রাখবে ৫টি রাফাল যুদ্ধ বিমান।

ভারতের মাটি ছোঁবে রাফাল

ভারতের মাটি ছোঁবে রাফাল

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই ভারতের মাটি ছোঁবে পাঁচ পাঁচটি রাফাল যুদ্ধ বিমান। দুর্ধর্ষ তাঁদের ক্ষিপ্রতা। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে বায়ু সেনায়। ইতিমধ্যেই আবু ধাবিতে পৌঁছে গিয়েছে বিমানগুলি। সেখানে সাময়িক বিরতি নেওয়ার পর ফের ভারতের পথে পাড়ি দেবে বিমানগুলি।

মাঝ আকাশে জ্বালানি ভরল রাফাল

মাঝ আকাশে জ্বালানি ভরল রাফাল

আবু ধাবিতে অবতরণের আগেই মাঝ আকাশে প্রায় ৩০০০ ফুট উচ্চতায় জ্বালানি ভরল বিমানগুলি। মাঝ আকাশে জ্বালানি ভরার সেই রোমহর্ষণ ছবি টুইট করেছে ভারতীয় বায়ু সেনা। সেই ছবিতেই শত্রুপক্ষ আঁচ করতে পারবে কী বিধ্বংসী হতে চলেছে এই যুদ্ধ বিমান। কারণ মাঝ আকাশে জ্বালানি ভরার ক্ষমতা রাখা বিমান যে দুর্ধর্ষ প্রযুক্তিতে ঠাসা থাকবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ মাঝ আকাশে জ্বালানি ভরা অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। রাফাল সেটা অনায়াসেই করে দেখিয়েছে।

ফ্রান্সে উড়ে গেল পাইলটরা

ফ্রান্সে উড়ে গেল পাইলটরা

রাফাল যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য ইতিমধ্যেই ফ্রান্সে পাড়ি দিয়েছে ১২ জনের বায়ুসেনার একটি দল। সেখানে রাফাল চালানোর প্রশিক্ষণ নেবেন তাঁরা। দফায় দফায় ৩৬ জন বায়ু সেনার পাইলটকে শেখানো হবে রাফাল চালানো। ফ্রান্সে দফায় দফায় গিয়ে প্রশিক্ষণ নেবেন তাঁরা।

উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান

উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান

মিরাজের পর রাফালই প্রথম উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান বায়ুসেনায় যুক্ত হতে চলেছে। বায়ুসেনাকে শক্তিশালী করতেই ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয় বায়ুসেনা। হরিয়ানার আম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে বুধবার অবতরণ করবে এই দুর্ধর্ষ যুদ্ধ বিমানগুলি।

১৫ লক্ষ ছাড়াল ভারতের করোনা সংক্রমণ, ৩ রাজ্যে কমছে আক্রান্তের সংখ্যা১৫ লক্ষ ছাড়াল ভারতের করোনা সংক্রমণ, ৩ রাজ্যে কমছে আক্রান্তের সংখ্যা

English summary
Rafale jets refueling at 30,000 feet in the sky pic tweet Indian Air Force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X