For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান-চিনকে আকাশ পথের যুদ্ধে চূড়ান্ত মাত দিতে পারে ভারতের কোন অস্ত্র! মুখ খুললেন ধনোয়া

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান কিম্বা চিনকে বেশ কয়েক ধাপ এগিয়ে মাত দিতে পারে ভারত। এমন ক্ষমতা রয়েছে ভারতে সদ্য পা রাখা ফ্রান্স থেকে আসা যুদ্ধবিমান রাফায়েলের। এই যুদ্ধবিমানের প্রশংসায় মুখর হয়ে প্রাক্তন বায়ুসেনা কর্তা বি এস ধনোয়া জানিয়েছেন একাধিক বক্তব্য।

 রাফায়েল নিয়ে কী জানিয়েছেন ধনোয়া?

রাফায়েল নিয়ে কী জানিয়েছেন ধনোয়া?

ভারতের প্রাক্তন বায়ুসেনা কর্তা বি এস ধনোয়া জানিয়েছেন যে, 'আমি আগেই বলেছিলাম যে রাফায়েল ০.৫ জেনারেশন এগিয়ে রয়েছে আমাদের দুই প্রতিপক্ষের থেকে। ' প্রাক্তন বায়ুসেনা কর্তার এমন দাবি উঠে এসেছে গত বছরের ২৭ ফেব্রুয়ারির এয়ারস্ট্রাইকের প্রেক্ষিতে।

২৭ ফেব্রুয়ারির স্মৃতি চারণা

২৭ ফেব্রুয়ারির স্মৃতি চারণা

প্রাক্তন বায়ুসেনা কর্তার দাবি, ' ২৭ ফেব্রুয়ারির যুদ্ধ বিয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ কমব্য়াট ছিল। এই ধরনের যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আগে জায়গাটি দেখে নিয়ে তারপর শ্যুট করা। .. ' এক্ষেত্রে সেন্সর, ডেটা সহ একাধিক বিষয় কার্যকরী ভূমিকা নেয়। আর সেই দিক দিয়ে দেখতে গেলে রাফায়েল ভারতের আকাশপথের যুদ্ধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে বলে দাবি বায়ুসেনা কর্তার

ভারতে পা রেখেছে রাফায়েল

ভারতে পা রেখেছে রাফায়েল

প্রসঙ্গত, শস্ত্র পুজোর মধ্য দিয়ে গত বছরের দশমীর দিন রাফায়েলকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপর ৩৬ টি রাফায়েলের মধ্যে প্রথম ব্যাচে ৪ টি ফরাসী যুদ্ধ বিমান ভারতে আসে। আর সেই যুদ্ধবিমান নিয়ে বেশ আপ্লুত প্রাক্তন বায়ুসেনা প্রধান।

English summary
Rafale jets half-a-generation ahead of Chinese, Pakistani fighters says Dhanoa .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X