For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগের দামের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে রাফালে বিমান কিনছে সরকার, সুপ্রিমকোর্টে উঠল অভিযোগ

আগের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে যুদ্ধবিমান কেনা হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রশান্ত ভূষণ।

  • |
Google Oneindia Bengali News

সিনিয়র সুপ্রিম কোর্ট আইনজীবী প্রশান্ত ভূষণ রাফালে মামলায় সরকারের বিরুদ্ধে মামলাকারী প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরীর পক্ষে দাঁড়ান। জানান, চুক্তি নিয়ে ফরাসি সরকারের তরফে কোনও গ্যারান্টি দেওয়া হয়নি। দাম নিয়ে সরকার কেন এত গোপনীয়তা করছে তাও অযৌক্তিক বলে তিনি দাবি করেছেন। যেখানে সংসদে দাম জানানো হয়েছে সেখানে জনসমক্ষে বলতে আপত্তি কোথায়, প্রশ্ন তুলেছেন প্রশান্ত ভূষণ। এমনকী আগের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে যুদ্ধবিমান কেনা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আগের দামের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে রাফালে বিমান কিনছে সরকার

এখন ঘটনা হল, মঙ্গলবারই ড্যাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিপ ট্র্যাপিয়ার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, আগের দামের চেয়ে ৯ শতাংশ কম দামে চুক্তি হয়েছে।

এদিকে এদিন মামলাকারীরা অনেক বেশি দামে সরকার চুক্তি করেছে বলে দাবি করেছেন আদালতে। পাশাপাশি দাম প্রকাশ্যে আনার জন্যও দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, রাহুল গান্ধী অভিযোগ করেন যে অনিল আম্বানির অলাভজনক সংস্থায় ড্যাসল্ট ২৮৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই টাকায় রিলায়েন্স নাগপুরে জমি কিনেছে। অথচ দেখানো হয়েছে চুক্তির আগেই জমি কেনা হয়ে গিয়েছিল। ফলে ড্যাসল্ট সিইও মিথ্যে বলছেন বলে রাহুল দাবি করেন।

যা নিয়ে এরিক ট্র্যাপিয়ার বলেন, আমি মিথ্যে বলি না। আগে যা বলেছি গোটাটাই সত্যি কথা। আমার মিথ্যা বলার বদনাম নেই। সিইও হিসাবে আপনি মিথ্যে বলতে পারেন না। অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপকে বরাত পাইয়ে দেওয়া নিয়ে ড্যাসল্টকে বাধ্য করেছিল মোদী সরকার, এমন অভিযোগও তিনি উড়িয়ে দেন।

[আরও পড়ুন:রাফালে নিয়ে জোর তরজা সুপ্রিম কোর্টে, আদালত চাইলে তবেই দাম প্রকাশ্যে আসবে, জানালেন রঞ্জন গগৈ ][আরও পড়ুন:রাফালে নিয়ে জোর তরজা সুপ্রিম কোর্টে, আদালত চাইলে তবেই দাম প্রকাশ্যে আসবে, জানালেন রঞ্জন গগৈ ]

English summary
Rafale Jets 40 per cent costlier in new deal, claims Prashant Bhushan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X