For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে জোর তরজা সুপ্রিম কোর্টে, আদালত চাইলে তবেই দাম প্রকাশ্যে আসবে, জানালেন রঞ্জন গগৈ

রাফালে নিয়ে সুপ্রিম কোর্টে জোর তরজা চলল এদিন।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে সুপ্রিম কোর্টে জোর তরজা চলল এদিন। সিনিয়র সুপ্রিম কোর্ট আইনজীবী প্রশান্ত ভূষণ রাফালে মামলায় সরকারের বিরুদ্ধে মামলাকারী প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরীর পক্ষে দাঁড়ান। জানান, চুক্তি নিয়ে ফরাসি সরকারের তরফে কোনও গ্যারান্টি দেওয়া হয়নি। দাম নিয়ে সরকার কেন এত গোপনীয়তা করছে তাও অযৌক্তিক বলে তিনি দাবি করেছেন। যেখানে সংসদে দাম জানানো হয়েছে সেখানে জনসমক্ষে বলতে আপত্তি কোথায়, প্রশ্ন তুলেছেন প্রশান্ত ভূষণ। এমনকী আগের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে যুদ্ধবিমান কেনা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপালকে জিজ্ঞাসা করেন, ভারতীয় বায়ুসেনার তরফে কি কেউ উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন? কারণ এটা বায়ুসেনার বিষয়। এই বিষয়ে তাঁদেরই জিজ্ঞাসা করা উচিত।

অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল আদালতে জানান, দাম নিয়ে গোপনীয়তা নয়, বিমানের অস্ত্রসজ্জা ও বাকী সাজসজ্জা নিয়ে সরকার গোপনীয়তা চাইছে। দুই সরকারে কিছু চুক্তির কারণে দাম প্রকাশ করা যাচ্ছে না। এই প্রসঙ্গে সমস্তকিছু আদালতকে গোপন খামে জানানো হয়েছে বলেও তিনি জানান।

যা দেখে রঞ্জন গগৈ বলেন, দাম নিয়ে তখনই প্রকাশ্যে আলোচনা হবে যদি তা নিয়ে আদালত বিবেচনা করে। বিচারপতি গগৈয়ের প্রশ্নের জবাব দিতে আদালতে হাজির হন এয়ার ভাইস মার্শাল চলাপতি। তিনি জানান, সুখোই ৩০ হল সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান যা ভারত ব্যবহার করছে। ভারতের চাই ৪ প্লাস জেনারেশন ফাইটার্স, আর সেজন্যই রাফালে বিমানকে কেনার জন্য বাছা হয়েছে।

প্রতিরক্ষার অতিরিক্ত সচিবকে আদালত জিজ্ঞাসা করেছে কেন ২০১৫ সালের অফসেট গাইডলাইন পাল্টে ফেলা হল? তাতে দেশের কী স্বার্থ ছিল? অফসেট পার্টনাররা যদি উৎপাদনে অংশ না নেন তাহলে কি হবে?

কেন্দ্র সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাফালে বিমানের ডেলিভারি নিয়ে কোনও গ্যারান্টি ফরাসি সরকার দেয়নি। তবে ৩৬টি বিমান সরবরাহ নিয়ে ফরাসি সরকারের প্রধানমন্ত্রী 'লেটার অফ কমফর্ট' দিয়েছেন।

[আরও পড়ুন:আগের দামের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে রাফালে বিমান কিনছে সরকার, সুপ্রিমকোর্টে উঠল অভিযোগ][আরও পড়ুন:আগের দামের চেয়ে ৪০ শতাংশ বেশি দামে রাফালে বিমান কিনছে সরকার, সুপ্রিমকোর্টে উঠল অভিযোগ]

English summary
Rafale Jet Case: CJI Ranjan Gogoi says, any debate on pricing deal comes only if this Court decides
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X