For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে বায়ুসেনা প্রধানের 'দ্বিচারিতা'! জবাব দিল কংগ্রেস

রাফালে নিয়ে বায়ুসেনা প্রধান মিথ্যা কথা বলছেন। এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা বীরপ্পা মইলি। বুধবার বায়ুসেনা প্রধান বলেছিলেন রাফালে গেম চেঞ্জার।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে বায়ুসেনা প্রধান মিথ্যা কথা বলছেন। এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা বীরপ্পা মইলি। বুধবার বায়ুসেনা প্রধান বলেছিলেন রাফালে গেম চেঞ্জার। যা নিয়ে সুপ্রিম কোর্ট খুব ভাল রায় দিয়েছে। এনিয়েই বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাদের দাবি, এর আগে বায়ু সেনা প্রধানই বলেছিলেন রাফালে তৈরিতে হ্যালকে যুক্ত করা উচিত।

রাফালে নিয়ে বায়ুসেনা প্রধানের দ্বিচারিতা! জবাব দিল কংগ্রেস

বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে রাজনীতি জড়িতে পড়া নিয়ে সতর্কও করেন। তিনি বলেন, এর আগে বোফর্স কামান কিনতেও দেরি হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি না হলেও, বায়ু সেনা প্রধান বলেন, রায় খুব ভাল হয়েছে। বায়ু সেনায় ওই ধরনের বিমান জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

বায়ু সেনা প্রধান বলেন, পরিকল্পনা মাফিক প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে অনেক সময় লেগে যায়। এই সময়ের মধ্যে প্রতিবেশী দেশগুলি নিজেদেরকে অনেক উন্নত করে ফেলে।

বায়ুসেনা প্রধানের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা বীরপ্পা মইলি জানিয়েছেন, সরকারি নথিতেই রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় বায়ু সেনা প্রধান চেয়েছিলেন পুরো বিষয়টিতে হ্যালকে অন্তর্ভুক্ত করতে। ডসাল্টের সঙ্গে বায়ু সেনা প্রধান হ্যালেও গিয়েছিলেন। তিনি সত্যকে চাপা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
Rafale is game changer, SC delivered fine judgment said IAF Chief, congress criticised
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X