For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে বিমানঘাঁটি নিয়ে শত্রুর তীক্ষ্ণ নজর! হুমকি দিয়ে চিঠিতে কী জানানো হল

  • |
Google Oneindia Bengali News

ভারতে রাফালে পদার্পণের পর থেকেই শত্রুর নজরে রয়েছে আম্বালার বিমানঘাঁটি। সেখান থেকে প্রায়সই রাফালে হিমাচলের আকাশে দাপুটে উড়ানে রওনা হচ্ছে। এদিকে এমন পরিস্থিতিতে আম্বালা বিমানঘাঁটিতে এসে পৌঁছল হুমকির চিঠি।

 পুলিশ কী জানিয়েছে?

পুলিশ কী জানিয়েছে?

শনিবার হরিয়ানা পুলিশ জানিয়েছে আম্বালা বিমানঘাঁটি ঘিরে প্রশাসন একটি হুমকির চিঠি পেয়েছে। যেখানে রাফালে বিমানঘাঁটিকে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এরপর থেকেই কড়া নজরদারি আম্বালা জুড়ে।

 প্রাথমিক ধারণা কী?

প্রাথমিক ধারণা কী?

পুলিশ মনে করছে সম্ভবত কেউ ছোটোখাটো আতঙ্ক তৈরি করতে এমন কাণ্ড করেছে। তবে এই ঘটনার নেপথ্যে কোনও বড় হাত নেই বলেই পুলিশের প্রাথমিক অনুমান। তবে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। বিমানঘাঁটির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 রাফালে সম্পর্কে তথ্য

রাফালে সম্পর্কে তথ্য

২০১৬ সালের চুক্তি অনুযায়ী এই রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্সের থেকে আমদানী করছে ভারত। ৩৬ টি রাফায়েল বিমানের জন্য ফ্রান্স ভারতের ৫৯০০০ কোটি টাকার ডিল হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এমন শক্তিধর মানদণ্ডের বিমান এশিয়ার খুব কম দেশেই রয়েছে।

৩৬ টি রাফালে কোথায় মোতায়েন হবে মাস্টারপ্ল্যান অনুযায়ী?

৩৬ টি রাফালে কোথায় মোতায়েন হবে মাস্টারপ্ল্যান অনুযায়ী?

ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের থেকে মোট ৩৬ টি রাফালে কিনেছে ভারত। দিল্লির সাউথব্লক সূত্রের খবর। এই ৩৬ টি রাফলেকে ভাগ করে করে দেশের শত্রু মোকাবিলার জন্য বিভিন্ন জায়গায় রাখার প্ল্যানে রয়েছে দিল্লি। আম্বালায় ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি কিছু বিমান রেখে, বাকি ১৮ টিকে ভূটান সীমান্তের হাসিমারা বিমানঘাঁটিতে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

 প্রস্তুতির উড়ান

প্রস্তুতির উড়ান

চিনের সঙ্গে লাদাখে ১৫৯৭ কিলোমিটার এলাকার সীমান্তে ভাগ রয়েছে ভারতের । আর সেই সীমান্তেই চিনা আগ্রাসন শুরু। যার জবাব দিতে ইতিমধ্যেই রাতের আকাশে দাপট দেখাতে শুরু করে দিয়েছে রাফালে। হিমাচল প্রদেশের পার্বত্য এলাকা দিয়ে ইতিমধ্যেই রাতের আকাশে যুদ্ধ প্রস্তুতিতে মাত করছে রাফালে।

সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারুণ্য! ২০২১ নির্বাচনের আগে সদস্যসংখ্যায় উদ্বেগসিপিএম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারুণ্য! ২০২১ নির্বাচনের আগে সদস্যসংখ্যায় উদ্বেগ

English summary
Rafale airbase in Ambala under threat , receives letter to blow it off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X