For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে রামের পদধূলি যেখানে পড়েছে তার খোঁজ শুরু করে নয়া প্রজেক্ট! কোন লক্ষ্যে এগোচ্ছে উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে সাম্প্রতিককালে দেশ জুড়ে লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে মানুষের মনোরঞ্জনের জন্য দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে 'রামায়ণ'। আর এই সিরিয়ালের জনপ্রিয়তা দেখে এবার নয়া উদ্যোগ নিল উত্তরপ্রদেশের যোগী সরকার।

রামের পদধূলির স্থানের খোঁজ কেন?

রামের পদধূলির স্থানের খোঁজ কেন?

বিশ্বে যেখানে যেখানে রামের পদদূলি পড়েছে সেই এলাকার ঘটনা নিয়ে এবার তথ্য নথিবদ্ধ করা হবে। উত্তর প্রদেশ সরকার এই বড়সড় প্রজেক্টে ছাড়পত্র দিয়েছে অযোধ্যা সোধ সংস্থান গোষ্ঠীকে। রাম ও রামায়ণ নিয়ে এবার তারা বড়সড় গবেষণা শুরু করতে চলেছে।

 কোন উদ্দেশে এমন কাজ হচ্ছে?

কোন উদ্দেশে এমন কাজ হচ্ছে?

উল্লেখ্য, 'রামায়ণ' এর এনসাইক্লোপিডিয়া তৈরির পরিকল্পনা করা হয়েছে। আর তার জন্যই রাম সম্পর্কে বিভিন্ন তথ্য ও রামায়ণ সম্পর্কে বহু অজানা খোঁজে ব্রতী হয়েছেন সংস্থানের সদস্যরা।

 'রামায়রণ নেশনস' এর আওতায় কী থাকবে?

'রামায়রণ নেশনস' এর আওতায় কী থাকবে?

'রামায়ণ নেশনস' গোষ্ঠী তৈরি করে তার মধ্যে রাখা হবে, যে সমস্ত দেশে রামের প্রভাব রয়েছে বা 'রামায়ণ' এর প্রভাব রয়েছে, সেই সমস্ত দেশের কথা। দক্ষিণ এশিয়ার দেশ, ইওরোপে, মরিশাস, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রামায়ণের প্রভাবের তথ্য রাখা হবে এবার।

 কত টাকার ফান্ড?

কত টাকার ফান্ড?

'রামায়ণ' এর এই গবেষণা ঘিরে ৬০ লাখ টাকার ফান্ড তৈরি হয়েছে। সংস্থানের তরফে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার থেকে তারা সম্পূর্ণ সাহায্য পাচ্ছে ।একাধিক ভাষায় এই এনসাইক্লোপিডিয়া তৈরি হবে। এনসাইক্লোপিডিয়ায়, রামায়ণের সময়ে শিল্পকলা, সঙ্গীতের প্রভাবের তথ্যও রাখা হবে।

English summary
raceing Ram’s Footprints Across The World , now ‘Encyclopedia of Ramayan' to come
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X