For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তেজস্বী বিহারের কুর্সিতে! ফাঁস মহাজোটের প্রস্তাবিত ‘শর্ত’

বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মহাজোটে ফেরার ইচ্ছাপ্রকাশ নিয়ে জলঘোলা হয়েই চলেছে। লালু প্রসাদ যাদব তাঁর আত্মজীবনীমূলক রচনাতে তা উল্লেখ করেন।

Google Oneindia Bengali News

বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মহাজোটে ফেরার ইচ্ছাপ্রকাশ নিয়ে জলঘোলা হয়েই চলেছে। লালু প্রসাদ যাদব তাঁর আত্মজীবনীমূলক রচনাতে তা উল্লেখ করেন। তারপর তেজস্বী ও রাবড়ি দেবী ব্যাটন ধরেন লালুর হয়ে। এই চর্চার মধ্যেই সামনে এসে গেল মহাজোটের প্রস্তাবিত শর্ত।

নীতীশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তেজস্বী! ফাঁস শর্ত

রাবড়িদেবীর দাবি, নীতীশ কুমার প্রস্তাব দিয়েছিলেন, ২০২০ সালে তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চান। তার পরিবর্তে তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে হবে। এই প্রস্তাব নিয়ে লালুর দরবারে কম করে পাঁচবার দূত পাঠিয়েছিলেন নীতীশ। যদিও নীতীশের দূত প্রশান্ত কিশোর প্রথম থেকেই অস্বীকার করে আসছেন বিষয়টি।

লালু তাঁর আত্মজীবনীমূলক রচনায় সম্প্রতি দাবি করেন, মহাজোটে ফিরতে চেয়েছিলেন নীতীশ কুমার! এরপর শুক্রবার রাবড়ি দেবী বলেন, নীতীশ কুমারের দূতের সঙ্গে বৈঠকের স্বাক্ষীও রয়েছে। কোথায় কোথায় বৈঠক হয়েছে, তাও বলে দেন রাবড়ি দেবী।

নলীন বর্মার সঙ্গে লালুপ্রসাদ যাদবের যৌথ উদ্যোগে লেখা 'গোপালগঞ্জ টু রাইসিনা : মাই পলিটিক্যাল জার্নি' বইটিতে উল্লেখ করা হয়, বিহারে মহাজোট ভেঙে বিজেপির হাত ধরার ছ-মাসের মধ্যেই ফের মহাজোটে ফিরতে চেয়েছিলেন নীতীশ কুমার। আর নীতীশের সেই প্রস্তাব নিয়ে তাঁর কাছে এসেছিলেন জেডিইউ-এর সহ সভাপতি প্রশান্ত কিশোর। তা নিয়েই চাপানউতোর চলছে। লোকসভা ভোটের মুখে যা হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

English summary
Rabri Devi leaks the condition of Mahagotbandhan according to Nitish Kumar’s proposal. Lalu demands this in his auto- biographi and then Rabri Devi demands that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X