For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু উচ্চবিত্তরাই ডাক্তারি পড়বে? নিট পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

শুধু উচ্চবিত্তরাই ডাক্তারি পড়বে? নিট পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

এখনও পর্যন্ত সারা দেশে ডাক্তারি পড়ার অধিকার প্রাপ্তির একমাত্র প্রবেশিকা পরীক্ষা হল নিট (NEET)। এবার এ পরীক্ষার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এমনকী সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ভাবে নিট পরীক্ষা হচ্ছে এমনকী যে ভাবে ভর্তি প্রক্রিয়া চলছে তা আগামীতেও হতে থাকলে শীঘ্রই দেশে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্কট চরমে উঠে। এদিকে রিপোর্ট সামনে আসতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে।


শুধু উচ্চবিত্তরাই ডাক্তারি পড়বে ?

শুধু উচ্চবিত্তরাই ডাক্তারি পড়বে ?

এদিকে দেশ স্বাধীন হওয়ার সময় বা তার আগেও শুধু উচ্চবিত্তরাই ডাক্তারি পড়বে, এই ধারণাই চালু ছিল। সহজ কথায় যিনি পয়সা ঢালতে পারবেন, তিনিই সন্তানকে ডাক্তারি পড়াতে পারবেন বর্তমানে সেই ধারণার বিশেষ কোনও পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না। এমনকী একই কথা শোনা যাচ্ছে তামিলনাড়ু সরকারের নিট-সংক্রান্ত এক বিশেষ কমিটির গলাতেও। তাদের সাফ কথা ডাক্তারি পরীক্ষার পড়ার ধরণের কারণেই গ্রামের ছেলেমেয়েরা আর আর্থিক দিক দিয়ে পিছিয়ে-পড়া পড়ুয়ারা পরীক্ষাটির আদবকায়দা রপ্ত করতে না পেরে মেধাবী শিরোপার থেকে বঞ্চিত হচ্ছে। কোনোও ভাবেই ঢুকতে পারছে না ডাক্তারি শিক্ষায়।

প্রশ্ন উঠছে নিট নিয়ে

প্রশ্ন উঠছে নিট নিয়ে

এই কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন তামিলনাড়ুর বিচারপতি এ কে রাজনের। তাদের স্পষ্ট দাবি খুব তাড়াতাড়ি নিট তুলে না দিলে দেশের চিকিৎসাব্যবস্থা গভীর খাদের দিকে এগিয়ে যাবে। এমনকী এই কমিটির সুপারিশের ভিত্তিতেই ইতিমধ্যেই তামিলনাড়ু বিধানসভার নিট বিরোধী বিল পাশ করা হয়েছে। সেখানেও স্পষ্ট ভাষায় বলা হয়েছে স্বাধীনতার ৭৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে চিকিৎসা শিক্ষাকে পিছনে ঠেলে দেওয়ারই কাজ সুকৌশলে করছে নিট।

শুরু জোরদার চর্চা

শুরু জোরদার চর্চা

এদিকে তামিলনাড়ু বিধানসভার এই নয়া বিল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তামিল সরকারের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে দ্রুত বাতিল করতে হবে নিট পরীক্ষা। এদিকে শুধু নিট পরীক্ষা পাসের জন্যই বর্তমানে গোটা দেশে গজিয়ে উঠেছে হাজার হাজার কোচিং সেন্টার। যার বেশিরভাগই শহর কেন্দ্রিক। এমনকী সেখানে পড়েন মূলত বিত্তশালী সমাজের ছাত্র-ছাত্রীরাই। আর এখানেই তৈরি হচ্ছে বড় বৈষম্য।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Only Rich family students will study medical? Questions have been raised about the future of NEET exams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X