For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বলছে উত্তর-পূর্ব, জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরের উপর প্রশ্নচিহ্ন

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তাল উত্তর-পূর্ব। এরই মাঝে জাপানের প্রধানমন্ত্রী শিনডো আবের ভারত সফর নিয়ে প্রশ্নচিহ্ন লেগে গেল। ডিসেম্বরের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত তিন দিনের সফরে আসার কথা জাপানের

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তাল উত্তর-পূর্ব। এরই মাঝে জাপানের প্রধানমন্ত্রী শিনডো আবের ভারত সফর নিয়ে প্রশ্নচিহ্ন লেগে গেল। ডিসেম্বরের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত তিন দিনের সফরে আসার কথা জাপানের প্রধানমন্ত্রীর। ভারতের সঙ্গে বাৎসরিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসবেন তিনি। সফর চলাকালীন মণিপুরেও যাওয়ার কথা জাপানের প্রধানমন্ত্রী। তবে উত্তর-পূর্বে অশান্তির জেরে সেই সফর বাতিল করতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জাপানের বক্তব্য

জাপানের বক্তব্য

জাপান অবশ্য বলছে, ভারতের প্রধানমন্ত্রীর পূর্বমুখী তৎপরতার নীতির আলোকে ইম্ফল এখন প্রতীকী এক স্থানে পরিণত হয়েছে। এবারের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী ইম্ফলকে অন্যতম একটি গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। এর পেছনে বেশ কিছু হিসাবনিকাশও রয়েছে। ভারত চিনের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকিয়ে রাখতে চায়।

উত্তপ্ত পরিস্থিতি অসম সহ উত্তর-পূর্বে

উত্তপ্ত পরিস্থিতি অসম সহ উত্তর-পূর্বে

এদিকে বুধবার রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল পেশ হওয়ার কথা উঠতেই উত্তর-পূর্ব জ্বলে উঠেছে। উত্তর-পূর্বের অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত করতে আধা সেনা পাঠানো হচ্ছে উত্তর-পূর্বের রাজ্য গুলিতে। সূত্রের খবর, ইতিমধ্যেই দশ কোম্পানি সিআরপিএফ জওয়ানকে জম্মু-কাশ্মীর থেকে সরিয়ে অসমে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় সেনাদের সুবিধার্থে দিমাপুর থেকে একটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে সরকারি ভাবে।

যেই কারণে বিক্ষোভ

যেই কারণে বিক্ষোভ

নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশের অমুসলিম বাসিন্দাদের ভারতে নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে। তাতেই আপত্তি উত্তর-পূর্বের রাজ্যগুলির। বিশেষ করে অসমের। তাঁরা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে অসমের জনসংখ্যা ৩ কোটিতে গিয়ে পৌঁছেছে। সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। যার জেরে কর্মসংস্থানে সংকট তৈরি হচ্ছে। অসমের আদি বাসিন্দারা অস্তিত্ব হারাচ্ছেন। এই বাংলাদেশিদের নাগরিকত্ব দিলে সংকট আরও বাড়বে।

১২৫-১০৫-এর ব্যবধানে রাজ্যসভায় পাশ বিলটি

১২৫-১০৫-এর ব্যবধানে রাজ্যসভায় পাশ বিলটি

বুধবার দীর্ঘ আট ঘণ্টার আলোচনার পর রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। পক্ষে ভোট পড়ে ১২৫টি, বিপক্ষে ১০৫টি। এর আগে সোমবার লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাশ করে এই বিল। এদিকে বিলে পাশে নিজেদের খুশি জাহির করেন পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীরা। বুধবার এই বিল পাশ হতেই রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন বাংলা সহ সারা দেশে নাগরিকত্ব বিল ও এনআরসি চালু হবে।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল অসম, কার্ফু উপেক্ষা করে পথে নামল মানুষ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল অসম, কার্ফু উপেক্ষা করে পথে নামল মানুষ

English summary
question mark over japan pm shinzo abe's india tour over north east clash in protest of cab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X