For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টা প্রতিরোধের অস্ত্রেই শান, চিনা আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক মঞ্চে বড় ছাপ ফেলছে কোয়াড সামিট

পাল্টা প্রতিরোধের অস্ত্রেই শান, চিনা আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক মঞ্চে বড় ছাপ ফেলছে কোয়াড সামিট

  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক কোয়াড বৈঠকের পরদিন এই আলোচনার নির্যাস নিয়ে কলম ধরলেন চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের রাষ্ট্রপ্রধানরা। এদিকে চিনা আগ্রাসন রুখে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য রক্ষাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন কোয়াড ভুক্ত চার দেশ। এই কাজে ভারতের কাঁধেও যে আরও গুরু দায়িত্ব এল তা বলাই বাহুল্য। অন্যদিকে এই বৈঠকের জেরে আন্তর্জাতিক ময়দানেও চিনা আগ্রাসন প্রতিরোধে ভারতের রাস্তা আরও বেশ খানিকটা প্রশস্ত হবে বলেই মনে করা হচ্ছে।

১০০ কোটি করোনা টিকার ডোজ তৈরির লক্ষ্যমাত্রা

১০০ কোটি করোনা টিকার ডোজ তৈরির লক্ষ্যমাত্রা

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বহুপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বৈঠকেই করোনা টিকা তৈরির প্রক্রিয়ায় গতি আনতে সম্মত হয় চারটি দেশ। ১০০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানা যায়। যার বরাত দেওয়া হয় ভারতকে। অন্যদিকে দক্ষিণ-চিন সাগরে চিনা আগ্রাসন নিয়েও জোরদার আলোচনা হয়।

 চাপে চিন

চাপে চিন

অন্যদিকে এই বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিও পেশ করে চার দেশ। আগামীতে এই কোয়াডই বিশ্বকে নতুন আশার আলো দেখাবে বলে জানানো হয়। করোনা পরিস্থিতিতে যেভাবে এই চার দেশ হাতে হাত মিলিয়ে কাজ করেছে, তা অভূতপূর্ব বলে মন্তব্য করা হয় ওই যৌথ বিবৃতিতে। এদিকে গত বছর গালওয়ান সংঘর্ষ ও তার পরবর্তী ক্ষেত্রে চিনা আগ্রাসনের প্রেক্ষিতে শুক্রবারের এই বৈঠক বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ ছিল বলেই ধারণা আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের।

 কী বললেন মোদী ?

কী বললেন মোদী ?

অন্যদিকে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 'করোনা টিকা, জলবায়ু পরিবর্তন, উচ্চ প্রযুক্তির বিষয়গুলি নিয়ে কোয়াড বৈঠকে আলোচনা হয়েছে। আগামীতে বিশ্বের কল্যাণে নিয়োজিত হবে এই কোয়াড।' মোদীর কথায় 'ভারতের প্রাচীন দর্শন বলে বসুধৈব কুটুম্বকম। গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবেই দেখতে চাই আমরা।'

চলছে যৌথ নৌ-মহড়ার প্রস্তুতি

চলছে যৌথ নৌ-মহড়ার প্রস্তুতি

কার্যত একই সুর শোনা যায় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের গলাতেও। তাঁর কথায় 'অন্ধকারময় এই সময় থেকে সামনের পথকে আলোকিত করতে আশার কিরণ দেখাবে আমাদের সম্পর্ক। বিশ্বকে নতুন দিশা দেখাবে এই কোয়াড। যাদের লক্ষ্য কোয়াডের মতোই, তারা সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি।' এদিকে চলতি বছরের এপ্রিলের শুরুতে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ফ্রান্স-নেতৃত্বাধীন মহড়া নৌ মহড়া লা পেরোসেসে অংশ নেবে ভারত। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কোয়াডের সমস্ত সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াও নৌ মহড়ার অংশগ্রহণ করবে বলে খবর।

প্রাক্তন 'তৃণমূলী’ রবীন্দ্রনাথকে প্রার্থী চায় না বিজেপি, তালিকা প্রকাশে বিক্ষোভের ঝড় সিঙ্গুরে প্রাক্তন 'তৃণমূলী’ রবীন্দ্রনাথকে প্রার্থী চায় না বিজেপি, তালিকা প্রকাশে বিক্ষোভের ঝড় সিঙ্গুরে

English summary
Beijing Under pressure, quad meeting is playing a big role in the international arena to prevent Chinese aggression
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X