For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সামনে ৫ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ

চারমাসের মধ্য তিনবার মুখ্যমন্ত্রী বদল করল বিজেপি। তিরথ সিং রাওয়াতের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন পুস্কর সিং ধামি।

Google Oneindia Bengali News

চারমাসের মধ্য তিনবার মুখ্যমন্ত্রী বদল করল বিজেপি। তিরথ সিং রাওয়াতের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন পুস্কর সিং ধামি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী ৪৫ বছর বয়সী পুষ্কর সিংহ ধামির সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিধানসভা নির্বাচন এক বছরেরও কম সময় রয়েছে। এই স্বল্প সময়ের ব্যবধানে তাঁকে প্রমাণ করতে হবে তাঁর যোগ্যতা।

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী ধামির সামনে ৫ চ্যালেঞ্জ

প্রথমত, রাজ্যের কনিষ্ঠ মুখ্যমন্ত্রী তিনি। এর আগে কখনও কোনও মন্ত্রীর পদ গ্রহণ করেননি তিনি। তিনি কীভাবে তাঁর দলের রাজনৈতিক প্রবীণদের সঙ্গে আচরণ করবেন। প্রবীণদগের অনেকেই মুখ্যমন্ত্রী পদের প্রতিযোগিতায় ছিলেন। তিনি কি তাঁদের সামনে নিজেকে মেলে ধরতে পারবেন? দলের আদেশ এবং দৃষ্টিভঙ্গি কার্যকর করতে পারবেন?

দ্বিতীয়ত, পারফরম্যান্স করার জন্য তাঁর খুব কম সময় রয়েছে, আগামী বছরের শুরুতেই নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সরকার ও সচিবালয়ের কার্যকারিতা সম্পর্কে তাঁর পরিচিত হতে কমপক্ষে চার থেকে পাঁচ মাস সময় লাগবে। তাঁর দলের অন্যান্য প্রবীণ রাজনীতিবিদরা যেখানে পিছপা হয়েছেন, তাঁকে কম অভিজ্ঞতা নিযে লড়তে হবে।

তৃতীয়ত, নিজের দলের অন্দরেই তাঁকে লড়াই চালাতে হবে। পার্টির মধ্যেই বিভিন্ন ভয়েস উঠছে। তিনি অন্যান্যদের থেকে জুনিয়র হওয়ার কারণে দলের নেতাদের বা মন্ত্রীদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না। প্রবীণদের মধ্যে পার্থক্যগুলি সমাধান করতে সক্ষম হবেন কি না তা নিয়ে সংশয় থেকেই যায়। গত কয়েকমাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং তিরথ সিং রাওয়াতকে মহাকুম্ভ টেস্টিং স্ক্যাম নিয়ে বিব্রত থাকতে দেখা গেছে।

চতুর্থত, ধামিকে পূর্ববর্তী দু'জন মুখ্যমন্ত্রীর আমলে উদ্ভূত সমস্যা এবং অসন্তুষ্টি নিয়ে কাজ করতে হবে। তিনি কীভাবে তার মোকাবিলা করবেন, তা দেখা দরকার। রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, পার্বত্য ভ্রমণ, কোভিড ১৯-এর সংকট প্রবল। এই সব নানাবিধ কারণে অর্থনৈতিক ক্ষতির জন্য ত্রাণ প্যাকেজ চেয়ে বিভিন্ন ক্ষেত্রের লোকজনের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দিয়েছে। তারপর চার ধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ড বাতিল করা হবে কি হবে না সে সম্পর্কেও তার অবস্থান পরিষ্কার করতে হবে।

সেইসঙ্গে রয়েছে জাত-পাতের লড়াই। তাংকে কংগ্রেসের প্রবীণ ঠাকুর নেতা হরিশ রাওয়াতের বিরুদ্ধে লড়তে হবে। হরিশ রাওয়াতের সামনে তিনি কতটা লড়াই দিতে পারেন, তা দেখার। হরিশ রাওয়াত রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক মুখ। ধামি মুখ্যমন্ত্রী হিসেবে দক্ষতার প্রমাণ দিতে পারলে তাঁকে প্রবীণ কংগ্রেস নেতার বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে।

English summary
Pushkar Singh Dhami can be faced 5 key challenges being new Uttarakhand Chief Minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X