For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরীর রথের সামনে স্যানিটাইজেশন থেকে আচার মেনে পুজো! একনজরে কিছু ছবি

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল ডিসটেন্সিং মেনে রথযাত্রা আয়োজনের কথা ছিল। তবে সে নিয়ম জগন্নাথ ধামের রথযাত্রায় সেভাবে প্রকট হয়নি। বেশ কয়েকটি ক্ষেত্রে ১ মিটার দূরত্ব বজায় রাখাকে কার্যত আমলই দেওয়া হয়নি। একনজরে দেখে নেওয়া যাক, কীভাবে পুরীর জগন্নাথধামে বিভিন্ন আচার মেনে রথ যাত্রা পালিত হল।

সোশ্যাল ডিসটেন্সিং কোথায়?

এদিন ,জগন্নাথের রথের সামনে প্রচুর সেবায়েতকে জমা হতে দেখা যায়। সেখানে তাঁরা আচার বিধি মেনে রথযাত্রার পুজো রীতি পালন করেন। তবে , করোনার প্রবল দাপটের মাঝেও সেখানে সোশ্যাল ডিসটেন্সিং সেভাবে পরিলক্ষিত হয়নি।

চলল স্যানিটাইজেশন!

এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরীর রথের সামনে স্যানিটাইজেশন সম্পন্ন হয়। শীর্ষ আদালতের নিয়ম মেনে ৫০০ জনকেই এই মহাসমারোহে অংশ নিতে দেওয়া হয়।

ভাঁটা পড়েনি আচার অনুষ্ঠানে!

পরম্পরা মেনে চিরাচরিত যে রীতি রয়েছে, সেই রীতি অনুযায়ীই এদিন জগন্নাথ মন্দির ও রথের সামনে পালিত হয়েছে পুজো। সেই ছবিও এদিন উঠে আসে।

লোকারণ্য -হীন রথযাত্রা!

'লোকারণ্য' এদিন দেখা যায়নি পুরীর রথযাত্রায়। সেই নিয়মে ' বিবিধের মাঝে মিলন' -এর চেনা ছবিও দেখা যায়নি পুরীর ২০২০ সালের রথে। উল্লেখ্য, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন পুরীতে রথযাত্রা পালিত হচ্ছে।

আম্ফানের ত্রাণ বিলিতে দুর্নীতি, জড়িত তৃণমূল বিধায়করা! কীভাবে কাজ, তোপ দিলীপেরআম্ফানের ত্রাণ বিলিতে দুর্নীতি, জড়িত তৃণমূল বিধায়করা! কীভাবে কাজ, তোপ দিলীপের

English summary
Puri Rath yatra 2020, sanitisation to social distancing part of the festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X