For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইঞ্জিন ছাড়াই দৌড়ল এক্সপ্রেস ট্রেন! ভারতীয় রেলের উদাসীনতার চরম নমুনা, দেখুন ভিডিও

ভারতীয় রেলের চরম গাফিলতির আরেক নমুনা সামনে এল শনিবার রাতে। ওড়িশায় আমেদাবাদগামী-পুরী এক্সপ্রেস ট্রেন ১০ কিলোমিটার চলে যায় কোনও ইঞ্জিন ছাড়াই।

Google Oneindia Bengali News

ভারতীয় রেলের চরম গাফিলতির আরেক নমুনা সামনে এল শনিবার রাতে। ওড়িশায় আমেদাবাদগামী-পুরী এক্সপ্রেস ট্রেন ১০ কিলোমিটার চলে যায় কোনও ইঞ্জিন ছাড়াই। যদিও ট্রেনের সমস্ত যাত্রীরা অক্ষত অবস্থায় রয়েছেন, ট্রেন ঘিরে কোনো দুর্ঘটনার খবরও আসেনি। তবে রেলকর্মীদের এই চরম উদাসীনতার উদাহরণ যথেষ্ট প্রভাব ফেলেছে পরিষেবাতে।

ইঞ্জিন ছাড়াই দৌড়ল এক্সপ্রেস ট্রেন! ভারতীয় রেলের উদাসীনতার চরম নমুনা, দেখুন ভিডিও

২২ টি বগি, চলতে শুরু করে দেয় আচমকাই। অথচ নেই ট্রেনের ইঞ্জিন। এভাবে এগোতে থাকে একটি এক্সপ্রেস ট্রেন। শেষমেশ ট্রেন রুখতে সামনে পাথর দিয়ে রোখা হয় গতিপথ। থামে ইঞ্জিন বিহীন আমেদাবাদ -পুরী এক্সপ্রেস ট্রেনটি। ওড়িশার তিতলাগড় স্টেশনে ঘটে এই কাণ্ড। সেখান থেকে কেসিঙ্গা রওনা হওয়ার আগে ইঞ্জিন বদলের জন্য খোলা হয় ট্রেনের আগের ইঞ্জিনটি। তারপর আর নয়া ইঞ্জিন লাগানোর আগেই ঘটে যায় এই বিপত্তি।

ট্রেনটির চাকার স্কিড ব্রেক যাথা সময়ে লাগাননি সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা। যার জেরেই এই বিপত্তি বলে খবর। ঘটনায় ৫ জন রেলকর্মী তথা অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে ,ওই লাইনটিতে ঢাল থাকার কারণে এবং স্কিড ব্রেক না লাগানোতে নিজের মতো করে ইঞ্জিন ছাড়াই চলতে শুরু করে দেয় ট্রেনটি।

English summary
Ahmedabad-Puri Express rolls 10 km without engine, Watch the video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X