For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যু বাড়ায় দেহ দাহ করার ক্ষমতা বৃদ্ধি রাজঘাটে, ওড়িশার স্বর্গদ্বারে কোভিড দেহ পোড়ানোয় নিষেধাজ্ঞা

ওড়িশার স্বর্গদ্বারে কোভিড দেহ পোড়ানোয় নিষেধাজ্ঞা

Google Oneindia Bengali News

দেশের অন্যান্য রাজ্য়ের মতো ওড়িশাতেও করোনা সংক্রমণ বাড়ছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃ্ত্য়ুর সংখ্য়াও। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেহ দাহ করার চাপ সামলানোর জন্য রাজঘাটের শ্মশানে আরও তিনটে চিতা বাড়ানো হয়েছে যাতে একবারে ১৩টি দেহ দাহ করা যেতে পারে।

মৃত্যু বাড়ায় দেহ দাহ করার ক্ষমতা বৃদ্ধি রাজঘাটে, ওড়িশার স্বর্গদ্বারে কোভিড দেহ পোড়ানোয় নিষেধাজ্ঞা


সরকারি আধিকারিক জানিয়েছেন যে রাজ্যে কোভিড–১৯ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখে ওড়িশার সম্বলপুরের প্রধান শ্মশানের ক্ষমতাও বাড়ানো হয়েছে। রাজঘাট শ্মশানে আরও তিনটে চিতা যোগ করা হয়েছে, যাতে ১৩টি দেহ একেবারে দাহ হতে পারে। সম্বলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এনফোর্সমেন্ট অফিসর শুভঙ্কর মোহান্তি জানান, শ্মশানে ক্ষমতা বাড়ানোর পর অপেক্ষার সময়ও অনেকাংশে হ্রাস পাবে।

রাজঘাটে কোভিড দেহের শেষকৃত্যের চাপ কমানোর জন্য পুরনিগম শান্তিধাম নামে আরও একটি শ্মশানে দেহ দাহ করার কাজ শুরু করে দিয়েছে। মোহান্তি বলেন, '‌কোভিড–১৯ দ্বিতীয় ওয়েভের মহামারি শুরু হওয়ার পর থেকে শ্মশানঘাটগুলি সাক্ষী থেকেছে মৃতদেহের রাশের।’‌ শ্মশানের এক কর্মী বলেন, '‌শ্মশানে এর আগে কখনও এত লাইন দেখা যায়নি।’‌ মোহান্তি জানিয়েছেন যে অনেক ক্ষেত্রেই মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে শ্মশানে। এর মধ্যে আবার রাজঘাটের বৈদ্যুতিন চুল্লি কাজ করা বন্ধ করে দিয়েছে যার ফলে সমস্যা আরও বেড়ে গিয়েছে।

সরকারের আশ্বাসের পরে এবার নামল স্বাস্থ্য দফতর, অক্সিজেন নিয়ে জারি নতুন নির্দেশিকাসরকারের আশ্বাসের পরে এবার নামল স্বাস্থ্য দফতর, অক্সিজেন নিয়ে জারি নতুন নির্দেশিকা

সূত্রের খবর, রাজঘাটে প্রতিদিন ২০–২২টি করে দেহ পোড়ানো হচ্ছে। পবিত্র শহর পুরীর ঐশ্বরিক শ্মশানঘাট স্বর্গদ্বারে জেলার বাইরের কোনও দেহ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পুরীর সাব–কালেক্টর ভবতারণ সাহু জানিয়েছেন যে জেলায় কোভিড–১৯ কেস ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এও বলেন, '‌পুরী জেলার বাইরে থেকে আসা দেহ এই শ্মশানে পোড়ানো এখন আপাতত বন্ধ রয়েছে। পুরী জেলার বাসিন্দাদের জন্যই এই স্বর্গদ্বার শ্মশানের পরিষেবা খোলা, তবে শর্ত একটাই কোভিড দেহ এই শ্মশানে পোড়ানো যাবে না।’‌ জেলা প্রশাসন মহোদাদিতে (‌বঙ্গোপসাগর)‌ মৃতদেহের অবশিষ্ট অস্থি বির্সজনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে শেষকৃত্যে ২০ জনের বেশি অংশ নেওয়া যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
puri bans funeralof outsiders at swargadwar covid 19 spike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X