For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯০ হাজার অনাবাসী চলতি মাসেই ফিরেছেন রাজ্যে, করোনা আতঙ্কে কাঁটা পাঞ্জাব

৯০ হাজার অনাবাসী চলতি মাসেই ফিরেছেন রাজ্যে, করোনা আতঙ্কে কাঁটা পাঞ্জাব

  • |
Google Oneindia Bengali News

একদিকে দেশ জুড়ে জারি রয়েছে জরুরী অবস্থা,রাজ্যে রাজ্যে লাগু হয়েছে কারফিউ, লকডাউন। এদিকে কপালে ভাঁজ গোটা পাঞ্জাবের। দেশে যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে কোনো না কোনোভাবে বিদেশযাত্রার যোগ রয়েই গেছে, এই আতঙ্কের মধ্যেই জানা যাচ্ছে গত একমাসে প্রায় ৯০ হাজার অনাবাসী ভারতীয় ফিরে এসেছেন পাঞ্জাবে।

উদ্বেগ গোটা রাজ্যজুড়ে

উদ্বেগ গোটা রাজ্যজুড়ে

এদিন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বলবীর সিংহ সিধু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকে জানান, পাঞ্জাবের বহুমানুষই বিদেশে কর্মরত ছিলেন। দেশের মধ্যে এই রাজ্য থেকেই সবচেয়ে বেশি বিদেশ যাত্রার রেকর্ড রয়েছে। কিন্তু, এই সঙ্কটময় পরিস্থিতিতে প্রায় ৯০ হাজার অনাবাসী রাজ্যে ফিরেছেন যাদের কিছুর জনের মধ্যে পাওয়া গেছে করোনার উপসর্গ ও। খবর সামনে আসতেই গোটা রাজ্য জুড়ে তৈরী হয়েছে আতঙ্ক।

ক্রমেই পাল্লা ভারী করছে আক্রান্তের সংখ্যা

ক্রমেই পাল্লা ভারী করছে আক্রান্তের সংখ্যা

শেষ আপডেট অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৯। যদিও প্রতি ঘন্টাতেই প্রায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা এখনও অবধি ২১। তবে, এই ৯০,০০০ অনাবাসীর করোনা পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি বলেই জানা যাচ্ছে। ফলত রাজ্যবাসীর উদ্বেগ তুঙ্গে।

পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে ১৫০ কোটি টাকার সাহায্য চাইল পাঞ্জাব সরকার

পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে ১৫০ কোটি টাকার সাহায্য চাইল পাঞ্জাব সরকার

এই অনাবাসীদের পরীক্ষা করার মত যথাযথ পরিকাঠামো পাঞ্জাব সরকারের কাছে নেই। এমতাবস্থায়,করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে ১৫০ কোটি টাকা সাহায্যের দাবি জানিয়েছে পাঞ্জাব সরকার। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক ট্যুইট বার্তায় জানিয়েছেন," গত কয়েকদিনে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা একাধিক আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। দরকারে আইন আরও জোরদার করা হবে।"

English summary
In the last one month 90000 nonresidents have returned to Punjab, state in corona crisis,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X