পাঞ্জাবে কেন্দ্রের পাল্টা কৃষি বিল কংগ্রেসের, বিরোধিতায় বিধানসভায় রাত কাটালেন আপ বিধায়করা
কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে এবার পঞ্জাব বিধানসভায় প্রস্তাব আনলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ কেন্দ্রের সংশোধিত কৃষি আইনের বিরোধিতায় পঞ্জাব বিধানসভায় বিশেষ অধিবেশন চলছে৷ আজ, মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে পরিষদীয় দলনেতা এদিন এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন৷ কেন্দ্রের কৃষি বিলগুলির পালটা তিনটি বিলও বিধানসভায় এনেছেন অমরিন্দর সিং৷

কেন্দ্রকে তোপ দাগেন আমরিন্দর সিং
এদিন বিলটি পেশ করে বিধানসভায় বক্তব্য রাখেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেই সময় কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, কৃষি যে রাজ্যের বিষয় তা অগ্রাহ্য করছে কেন্দ্র৷ সংসদে যে কৃষি বিলগুলি পাস করিয়ে আইনে পরিণত করা হয়েছে তা পঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের স্বার্থের পরিপন্থী বলেও মন্তব্য করেন অমরিন্দর৷

পাঞ্জাব বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা
এদিকে কংগ্রেস সরকার মঙ্গলবার নতুন কৃষি আইনের পাল্টা আইনের প্রস্তাব রাখার আগে বিধানসভায় চরম নাটকীয় পরিস্থিতি উপনীত হয়। প্রস্তাবিত আইনের খসড়া অনুলিপি তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার দাবি জানিয়েছিল আপ দলের বিধায়করা। কিন্তু ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সরকার তা না করায় তারই প্রতিবাদে পাঞ্জাব বিধানসভায় রাত কাটালেন আম আদমি পার্টির বিধায়করা।

আম আদমি পার্টির বক্তব্য
আম আদমি পার্টির নেতা হরপাল চিমা জানিয়েছেন , 'আপ কৃষির আইনের বিরুদ্ধে আইনটিকে সমর্থন করবে। তবে সরকারকে আমাদের অনুলিপি সরবরাহ করতে হবে। আমরা অন্যান্য বিলের কপিও পাইনি। তাহলে এই নিয়ে কীভাবে আমাদের বিধায়করা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা ও বিতর্ক করতে পারেন?'

মুখ খুলেছে শিরোমণি অকালি দলও
কেন্দ্রের কৃষি আইন নিয়ে সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ছেড়ে যাওয়া শিরোমণি অকালি দল জানিয়েছে, সোমবার বিধানসভায় বিলটি উত্থাপন করা উচিত ছিল। অন্যদিকে, গত বছর রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর প্রথমবার পঞ্জাবের বিধায়ক নবজ্যোত সিং সিধু বিধানসভা অধিবেশনে অংশ নিয়েছিলেন। সিধু কেন্দ্রের কৃষি আইনকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর 'নৃশংস আক্রমণ' বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেন , 'এই কালো আইনগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর নৃশংস আক্রমণ। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হোক।'

কোন বিলগুলি পেশ করেন অমরিন্দর সিং
মুখ্যমন্ত্রী অমরিন্দর বিধানসভার বিশেষ অধিবেশনে যে তিনটি কৃষি বিল এনেছেন সেগুলি হল 'ফার্মারস প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন ও ফেসিলিটেশন) স্পেশাল প্রভিশনস অ্যান্ড পঞ্জাব অ্যামেন্ডমেন্ট বিল ২০২০', 'এসেন্সিয়াল কমোডিটিজ (স্পেশাল প্রভিশনস অ্যান্ড পঞ্জাব অ্যামেন্ডমেন্ট) বিল 2020' এবং 'ফার্মারস (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস (স্পেশাল প্রভিশনস অ্যান্ড পঞ্জাব অ্যামেন্ডমেন্ট) বিল ২০২০'৷

কাশ্মীরে কেন্দ্রের শান্তি ফেরানোর পরিকল্পনাতে জল ঢালতে পাল্টা ফন্দি ইমরান খানের