For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে কংগ্রেসের কুম্ভ অমরিন্দর, পিছিয়ে বিজেপি-অকালি

দেশজুড়ে যখন বিজয়োল্লাসে মেতেছে নমো শিবির, ঠিক তখনই কুম্ভের মতো পাঞ্জাবে একাই কংগ্রেসের গড় সামলালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং বাদল।

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে যখন বিজয়োল্লাসে মেতেছে নমো শিবির, ঠিক তখনই কুম্ভের মতো পাঞ্জাবে একাই কংগ্রেসের গড় সামলালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং বাদল। এক্সিট পোলের সমীক্ষাকে সত্যি করে একমাত্র উত্তরের এই রাজ্যেই কংগ্রেসের সাফল্য সবচেয়ে উল্লেখযোগ্য বলা চলে। যেখানে কার্যত দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। ব্যর্থ হয়েছে শিরোমণি অকালি দল ও আম আদমি পার্টিও।

পাঞ্জাবে কংগ্রেসের একা কুম্ভ অমরিন্দর, পিছিয়ে বিজেপি-অকালি

পাঞ্জাবের ১৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে জয় হাসিল করেছে কংগ্রেস। অমৃতসর, ফরিদকোট, আনন্দপু সাহিব, জলন্ধর, খাদুর সাহিব, লুধিয়ানা, পাটিয়ালা সেই লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। অন্যদিকে, ফিরোজপুর, ভাথিন্ডার আসন দুটি দখলে রেখেছে শিরোমণি অকালি দল। আর বিজেপিকে হোসিয়ারপুর ও গুরুদাসপুরের আসন দুটি ঝুলিতে পুরে সন্তুষ্ট থাকতে হয়েছে। ওদিকে, পঞ্চ নদীর পাশের রাজ্যে কেজরিওয়ালের দলের ভাগ্যে একটির বেশি আসন জোটেনি।

উল্লেখ্য গত লোকসভা নির্বাচনেও পাঞ্জাবে ৮টি আসন জিতেছিল রাহুল গান্ধীর দল। আবারও কংগ্রেস সম পরিমাণ আসন ধরে রাখতে পারায়, ক্যাপ্টেন অমরিন্দরের ম্যাজিককেই কৃতিত্ব দিয়েছে রাজনৈতিক মহল। ঠিক যেভাবে ২০১৭ সালে ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভায় ৭৭টি আসন জিতে সরকার গড়েছিল কংগ্রেস, এবারও তার রেশ অব্যাহত বলেই মনে করা হচ্ছে।

English summary
Punjab remains for Congress again, minimum for BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X