For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Punjab poll 2022: সোনু সুদের বোনকে টিকিট দিতেই পাঞ্জাব কংগ্রেসে ভাঙন, বিজেপির হাত ধরলেন প্রাক্তন বিধায়ক

Punjab poll 2022: সোনু সুদের বোনকে টিকিট দিতেই পাঞ্জাব কংগ্রেসে ভাঙন, বিেজপির হাত ধরলেন প্রাক্তন বিধায়ক

Google Oneindia Bengali News

ফের পাঞ্জাব কংগ্রেসে বিদ্রোহ। ভোটের মুখে দলে ভাঙন ধরাল বিজেপি। প্রাক্তন বিধায়ক হরজোত কামাল যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। প্রসঙ্গত উল্লেখ গতকালই অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদকে মোগার টিকিট দিয়েছে কংগ্রেস। তারপরেই দল ছাড়েন প্রাক্তন বিধায়ক। আজই চণ্ডীগড়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেওয়া কথা তাঁর।

দল ছাড়লেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক

দল ছাড়লেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক

ভোটের আর হাতে গোনা দিন বাকি। তার মধ্যেই ফের বিদ্রোহ জেগে উঠেছে পাঞ্জাব কংগ্রেসে। দল ছাড়লেন মোগার বিধায়ক হরজোত কামাল। দল তাঁদে অন্য জায়গা থেকে টিকিট দেওয়ার কথা বলেছিল। কিন্তু তাতে রাজি হননি তিনি। তাঁর দাবি অগ্রাহ্য করেই এক প্রকার সোনু সুদের বোন মালবিকা সুদকে মোগার টিকিট দেয় কংগ্রেস। তার জেরেই ক্ষুব্ধ বিধায়ক দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। আজই চণ্ডীগড়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোফভ উগরে দিয়ে তিনি বলেছেন, সিধুজি মোগা সফরে এসেও তাঁর সঙ্গে দেখা করেননি। তিনি সোজা চলে গিয়েছিলেন সোনু সুদের বোনের বাড়িতে।

টিকিট নিয়ে অশান্তি

টিকিট নিয়ে অশান্তি

কামাল দাবি করেছেন সোনু সুদের বোনকে পার্টি টিকিট দিয়েছে তাতে তার কোনও সমস্যা নেই। প্রয়োজনে সোনু সুদ নিজেও লড়তে পারতেন কংগ্রেসের টিকিটে। তিনি জানিয়েছেন এতদিন এই এলাকায় জিতেও মোগা থেকে তাঁকে টিকিট দিতে রাজি হয়নি দল। আর মালবিকা সুদের যেখানে কোনোও রাজনৈকিক পরিচয় নেই। আগে থেকে কোনও দলের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। তাঁকে মোগার টিকিট দিয়েছে দল। পার্টি তাঁর ২১ বছরের কাজের মর্যাদা রাখতে পারেনি বলে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা।

মোগায় কংগ্রেসকে জিতিয়েছেন তিনি

মোগায় কংগ্রেসকে জিতিয়েছেন তিনি

কামাল দাবি করেছে ২১ বছর ধরে তিনি পার্টির হয়ে কাজ করছেন। মোগায় কংগ্রেসের কোনও ভোটই ছিল না। সেখানে শিরোমনি অকালি দলের আধিপত্য ছিল। সেখানে কঠোর পরিশ্রম করে পার্টিতে তৈরি করেছিলেন তিনি। তাঁর জন্যেই কংগ্রেস মোগাতে জিততে পেরেছে বলে দাবি করেছেন কামাল। কিন্তু পার্টি তাঁর কঠোর শ্রমের মর্যাদা রাখেনি বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা।

পাঞ্জাবে কংগ্রেসের প্রথম তালিকা প্রকাশ

পাঞ্জাবে কংগ্রেসের প্রথম তালিকা প্রকাশ

পাঞ্জাবের বিধানসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। প্রথম তালিকায় রয়েছে ৪০ জনের নাম। চমকুর সাহিব থেকে লড়ছেন চরনজিৎ সিং চান্নি। অমৃতসর পূর্ব থেকে লড়বেন নভজ্যোত সিং সিধু। প্রতাপ সিং বাজওয়া লড়বেন কাদিয়ান থেকে। মনসা থেকে লড়বেন শিল্পী সিধু মনসেওয়ালা। এখনও একাধিক আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। প্রথম তালিকা প্রকাশের পরেই বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে দলে।

English summary
Punjab assembly election update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X