For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Punjab poll 2022: 'জনতা কি পসন্দ', পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন ভগবন্ত মান

Punjab poll 2022: 'জনতা কি পসন্দ', পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন ভগবন্ত মান

Google Oneindia Bengali News

জনতা ভোটে জয়ী হলেন ভগবন্ত মান। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর ভোটাভুটিতে জয়ী হলেন ভগবন্ত মান। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন নাম। জনতা চুনেঙ্গি আপনি সিএম স্লোগান তুলে জনতার রায় নেওয়ার কথা ঘোষণা করেছিলেন আম আমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেই ভোটাভোটুটি ৯৮.৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ভগবন্ত মান।

পাঞ্জাবে মুখ্যমন্ত্রী মুখ কে

পাঞ্জাবে মুখ্যমন্ত্রী মুখ কে

অবশেেষ দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টি তাই আম আদমির রায় নিয়েই মুখ্যমন্ত্রীর পদ বাছাই করেছেন তিিন। কয়েকদিন আগেই এর জন্য জনতা চুনেঙ্গি আপনি সিএম নাম দিয়ে ভোটাভুটি শুরু করেছিলেন তিনি। তাতে ভগবন্ত মান সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ৯৮.৩ শতাংস ভোট পেয়েছেন ভগবন্ত মান। সেকারণে তাঁকেই পাঞ্জাবের আপের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ফোনে চলেছে ভোটাভুটি। তাতে সামিল হয়েছিলেন পাঞ্জাবের প্রায় ২২ লক্ষ মানুষ।

শক্তি বাড়াচ্ছে আপ

শক্তি বাড়াচ্ছে আপ

একদিকে যখন দলাদলিতে সংকটে রয়েছে কংগ্রেস। বিজেপিও হালে তেমন পানি পাচ্ছে না পাঞ্জাবে। তখন ঠিক শক্তিবাড়িয়ে চলেছে আপ। পাঞ্জাবে ক্ষমতা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করেই ভোটে লড়েছিল আপ।সেটা ছিল পাঞ্জাবে তাঁদের প্রথম ভোট। তাতেই ২০টি আসন জিতেছিলেন আম আদমি পার্টি। দিল্লিতে দ্বিতীয়বার সরকার গড়ার পর আরও শক্তি বাড়িয়ে ফেলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার আরও পরিকল্পনা করে ময়দানে নামবেন তিনি তাতে কোনও সন্দেহ নেই।

আপের ভোট প্রতিশ্রুতি

আপের ভোট প্রতিশ্রুতি

পাঞ্জাবে ভোটে জিতলে মহিলাদের প্রত্যেককে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে তিনি পাঞ্জাবে বিপুল পরিমানে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। কেজরিওয়াল দাবি করেছেন পাঞ্জাবে এতটাই কর্মসংস্থান শুরু হবে যে কানাডায় যাঁরা কাজ করতে গিয়েছেন তাঁরাও ফিরে আসবেন। সেই সঙ্গে পাঞ্জাবে দুর্নীতিমুক্ত এবং শান্তিপূর্ণ রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনিষ পাঞ্জাবকে শিল্পবান্ধব করে তোলার কথা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল।

চাপে কংগ্রেস

চাপে কংগ্রেস

পাঞ্জাবে রীতিমত চাপে রয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদের ঘটনার পর থেকে বিজেিপ পাঞ্জাবের কংগ্রেস সরকারের উপর চাপ বাড়িয়েছে। তারপরে আবার টিকিট বণ্টন নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব। সোনু সুদের বোন মালবিকা সুদকে টিকিট দেওয়ার পরেই বিদ্রোহী হয়ে উঠেছে কংগ্রেসের এক বিধায়ক। তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবং প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কাজেই এক্ষেত্রে পাঞ্জাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে আপ।

English summary
Who is Punjab CM Candidate of AAP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X