For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোটে অপহৃত এসপির বিরুদ্ধে ধর্ষণ ও ঘুষ নেওয়ার মামলা রুজু

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

গুরুদাসপুর, ৫ অগাস্ট : পাঞ্জাবের পাঠানকোটের ঘটনার সময়ে অপহৃত হয়েছিলেন পাঞ্জাব পুলিশের এসপি সলবিন্দর সিং। জঙ্গি হামলার ঘটনার পরে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে জাতীয় তদন্তকারী আধিকারিকেরা। সেই সলবিন্দর সিংয়ের বিরুদ্ধেই এবার ধর্ষণ ও ঘুষ নেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]

বিভাগীয় তদন্তের পরে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের কাছে অভিযোগ জমা পড়ার পরই দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। ['পাঠানকোট জঙ্গি হামলা ভারতেরই কীর্তি', এমনটাই দাবি পাকিস্তানের]

পাঠানকোটে অপহৃত এসপির বিরুদ্ধে ধর্ষণ ও ঘুষ নেওয়ার মামলা রুজু

জানা গিয়েছে, এক সরকারি কর্মী সলবিন্দরের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ এনেছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ ২০১৪ সালে সলবিন্দর ৫৯ হাজার টাকা ঘুষও নিয়েছেন। বিভাগীয় তদন্তের পর মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুরের এসপি পরমিন্দর সিং। [পাঠানকোট হামলায় জড়িত জঙ্গি মুক্তি পেয়েছে ২০১০ সালে কংগ্রেস আমলে!]

সলবিন্দরের বিরুদ্ধে এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে আর একটি তদন্ত চলছে। মহিলা পুলিশকর্মী অভিযোগে জানান, তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য চাপ দেন সলবিন্দর। তা না মানায় আর্দালি ডেকে ঘর থেকে তাড়িয়ে দেন। পাঞ্জাব পুলিশের তরফে সেই অভিযোগের তদন্ত চলছে। কেউ কেউ অভিযোগ করেছেন, এর আগে এক পাকিস্তানি চোরাচালানকারির সঙ্গেও সলবিন্দরের ওঠাবসা ছিল। [পাঠানকোটের অপহৃত এসপি মহিলা সহকর্মীকে যৌন হেনস্থায় অভিযুক্ত!]

সবমিলিয়ে গুরুদাসপুরের এই এসপির বিরুদ্ধে অনেকগুলি অভিযোগই এক এক করে পুলিশে জমা পড়েছে। এখন দেখার আগামী বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে কী পদক্ষেপ করে পাঞ্জাব সরকার।

English summary
Controversial Punjab police SP, questioned in Pathankot attack, accused of rape
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X