For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ত্রবর্ষণকাণ্ডে অমৃতসরে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

অমৃতসরে ড্রোনের সাহায্যে অস্ত্রবর্ষণকাণ্ডে পাঞ্জাব পুলিসের বিশেষ দলের হাতে গ্রেফতার দুর্ধর্ষ খালিস্তানি জঙ্গি।

Google Oneindia Bengali News

অমৃতসরে ড্রোনের সাহায্যে অস্ত্রবর্ষণকাণ্ডে পাঞ্জাব পুলিসের বিশেষ দলের হাতে গ্রেফতার দুর্ধর্ষ খালিস্তানি জঙ্গি। খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্য সজন প্রীত। অমৃতসরের খালসা কলেজ চত্ত্বর থেকে গ্রেফতার করে পুলিস। এই খালিস্তানি জঙ্গি অস্ত্রবর্ষণের ঘটনার প্রমাণ লোপাট করতে ড্রোন নষ্ট করার চেষ্টা চালাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিস। এবং ড্রোনের মাধ্যেমে আসা দুটি পিস্তল বাজারে বিক্রিও চেষ্টা চালাচ্ছিল সেই খালিস্তানি জঙ্গি।

অস্ত্রবর্ষণকাণ্ডে অমৃতসরে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

গত সপ্তাহে পাঞ্জাব পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাকিস্তান থেকে আসা দুটি ড্রোন পাঞ্জাবের অমৃতসরে অস্ত্রবর্ষণ চালাচ্ছিল। দুটি ড্রোন উদ্ধার করলেও তারমধ্যে একটি ড্রোনের অবস্থা ভাল ছিল না। সেটি আধপোড়া অবস্থায় উদ্ধার করেছিল পুলিস।

পাঞ্জাবের তরন তারনের ঝাবাল শহর থেকে এই আধপোড়া ড্রোনটি উদ্ধার করেছিল পুলিস। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই পাকিস্তান ভারতে নাশকতা চালানোর জন্য জঙ্গি মতদ দিতে শুরু করেছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে একাধিক খালিস্তানপন্থী নেতাদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। গোয়েন্দারা খবর পেয়েছিলেন ভারতে নাশকতা চালানোর জন্য খালিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান। এই ড্রোনের সাহায্যে অস্ত্রবর্ষণের ঘটনায় এই নাশকতা ছড়ানোর যোগ আছে বলে মনে করছে গোয়েন্দারা। সেকারণেই ধৃত জঙ্গিকে জেরা করে গোপন খবর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

['কাশ্মীরে উন্নতি শুরু হলে পাকিস্তানের ৭০ বছরের প্ল্যান তছনছ হবে ', মার্কিন সফরে দাবি জয়শঙ্করের]['কাশ্মীরে উন্নতি শুরু হলে পাকিস্তানের ৭০ বছরের প্ল্যান তছনছ হবে ', মার্কিন সফরে দাবি জয়শঙ্করের]

[বেতন বাড়ছে কর্মীদের! মমতার সিলমোহরে পুজোর মুখে সুখবর দিলেন শুভেন্দু ][বেতন বাড়ছে কর্মীদের! মমতার সিলমোহরে পুজোর মুখে সুখবর দিলেন শুভেন্দু ]

English summary
Punjab Police has arrested a Khalistani terrorist in Amritsar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X