For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল : উত্তরাখণ্ড বিজেপির, পাঞ্জাবে কংগ্রেস

পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড, গোয়ার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজ। গোটা দেশ তাকিয়ে রয়েছে এই নির্বাচনি ফলাফলের দিকে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১১ মার্চ : পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড, গোয়ার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই মণিপুর, গোয়াতে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। উত্তরাখণ্ডে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের পথে বিজেপি। যদিও পাঞ্জাবে বিজেপি-অকালি দল জোটের গেরুয়া রথ থামিয়ে আসন দখলের লড়াইয়ে এগিয়ে কংগ্রেস।প্রসঙ্গত উত্তরাখণ্ডে লড়াই হচ্ছে ৭০টি আসনে, মণিপুরে ৬০ টি আসনে চলছে নির্বাচনী যুদ্ধ। অন্যদিকে পাঞ্জাবে ১১৭ টি আসন ও গোয়ার ৪০ টি আসনের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।[ উত্তরপ্রদেশ নির্বাচনী ফলাফল ২০১৭-এর যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন]

এদিনের নির্বাচনের ফলাফলে, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির গেরুয়া ঝড়ে ধুলিসাৎ হয়ে যার বিপক্ষের দূর্গ,তবে বিজেপির নিজের শক্তঘাঁটি গোয়াতে ক্রমশ বিজেপির আসনে থাবা বসাতে শুরু করে কংগ্রেস। মণিপুরের নির্বাচনের ফল গণনা ঘিরে ছিল টানটান উত্তেজনা। শেষমেশ সেরাজ্যে ৬০টির মধ্যে ২৫ টি আসনে জিতে গিয়েছে বিজেপি, যেখানে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৪ টি আসন। [পাঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে]

(Live)বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাব,মণিপুর, গোয়া ,উত্তরাখণ্ড

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে

সন্ধ্যা ৬টা ৫২ মিনিট: মণিপুরে ২৫টি আসনে জিতছে কংগ্রেস,১টি তে এগিয়ে তারা। বিজেপি জিতছে ২০ টি আসনে ৪টি এনপিএফ, ও ৩টিতে অন্যান্যরা জিতছে। ১টি আসনে এগিয়ে বিজেপি।

সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট: পাঞ্জাবে ৭৬টি আসনে জিতেছে কংগ্রেস।আপ জিতছে ২০ টি আসনে। অকালি দল ও বিজেপি জোট ১৮টি আসনে জিতছে।

সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট: উত্তরাখণ্ডে ৫৬ টি আসনে জিতছে বিজেপি,১ টি আসনে তারা এগিয়ে। ১১টি আসনে কংগ্রেস জিতছে।২টি আসন অন্যান্যদের দখলে।

সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট: গোয়ার ফল ঘোষণা : ৪০ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ১৭টি আসনে,বিজেপি জিতেছে ১৩টি আসনে,এনসিপি ১টি,এমজিপি ১টি আসনে জিতেছে,জিএফপি ১টি আসনে ও ৩টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা।

সন্ধ্যা ৬টা ২৮ মিনিট: মণিপুরে ২১ টি আসনে জয়ী বিজেপি, কংগ্রেস জয়ী ২৬টি আসনে।

সন্ধ্যা ৬টা ১২ মিনিট : মণিপুরে ১ টি আসনে এগিয়ে তৃণমূল।

সন্ধ্যা ৬টা ৬ মিনিট : গোয়াতে ২ টি আসনে এগিয়ে ১৫টি আসনে জিতছে কংগ্রেস । ১৩ টি আসনে বিজেপি জিতছে। অন্যান্যরা ১০ টি আসনে জিতছে।

সন্ধ্যা ৬টা : গোয়ার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা লক্ষ্মীকান্ত পারসেকরের।

বিকেল ৫টা ৪৫ মিনিট: মণিপুরে হারের পর, নির্বাচনে আর লড়বেন না বলে জানালেন ইরম শর্মিলা।

বিকেল ৫টা ১১ মিনিট: পাঞ্জাব নির্বাচন: পাঞ্জাববাসীদের শুভেচ্ছা জানালেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী।

বিকেল ৫টা : কংগ্রেস ১৬ টি আসনে এগিয়ে জিতে গিয়েছে ১৪টি আসনে। বিজেপি ১৩ টি আসনে এগিয়ে ১২টিতে বিজয়ী। অন্যান্যরা ১০টি আসনে এগিয়ে।

বিকেল ৪টে ৫৫ মিনিট: উত্তরাখণ্ডে কংগ্রেসের হারের দায় স্বীকার করলেন হরিশ রাওয়াত।

বেলা ৩টে ৪১ মিনিট : পাঞ্জাবের ৭৬ আসনে এগিয়ে থেকে ৬১ টি আসনে জিতেছে কংগ্রেস। ২৩ টি আসনে এগিয়ে ২২টি আসনে জিতেছে আপ। ১৮টি আসনে এগিয়ে ১৭টিতে জিতেছে বিজেপি অকালি দল জোট।

বেলা ৩টে ৩৬ মিনিট: উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের।

বেলা ২টো ৩৯ মিনিট: পাঞ্জাবের কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমৃন্দর সিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেলা ২টো ২৩ মিনিট : উত্তরাখণ্ডে ৫৮ টি আসনে এগিয়ে বিজেপি। ১০টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যান্যরা ২টি আসনে জয়ী।

বেলা ২টো ১২ মিনিট : মণিপুরে ২৫ টি আসনে এগিয়ে বিজেপি। ২৪টি আসনে এগিয়ে কংগ্রেস। এনপিএফ ৩টি আসনে এগিয়ে।

(Live) বিধানসভা নির্বাচনের : মণিপুর ও উত্তরাখণ্ডে পাল্লা ভারী বিজেপির, পাঞ্জাবে কংগ্রেস

বেলা ২টো ৪মিনিট : গোয়াতে ১১ টি কেন্দ্রে জিতে গিয়েছে কংগ্রেস, এগিয়ে ১টি আসনে। বিজেপি ৯টি আসনে জিতে এগিয়ে রয়েছে ২টিতে। অন্যান্যরা ৬টি কেন্দ্রে জিতেছে ও এগিয়ে রয়েছেটি কেন্দ্রে।

বেলা ১টা ৫৬ মিনিট: মণিপুরে ১৩টি আসনে জয়ী বিজেপি , ১৩ টি আসনে জয়ী কংগ্রেস এনপিএফ জিতেছে ৩টি আসনে। অন্যান্যরা জিতেছে ৩টি আসনে।

বেলা ১টা ৪৯ মিনিট : উত্তরাখণ্ডে ২৯টি আসনে জিতে গিয়েছে বিজেপি,এগিয়ে রয়েছে ২৭টি আসনে। ৪টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস ,এগিয়ে রয়েছে ৮টি আসনে। অন্যান্যরা ২ টি আসনে এগিয়ে রয়েছে।

বেলা ১ টা ৪৩ মিনিট: মণিপুরে ১৩ টি আসনে জিতল বিজেপি,৬টি আসনে এগিয়ে রয়েছে তারা। কংগ্রেস ১০ টি আসনে জিতেছে ও এগিয়ে রয়েছে ৭টি আসনে।অন্যান্যরা ৪ টি আসনে জিতে এগিয়ে রয়েছে ২টিতে। এনপিএফ জিতেছে ৩টি আসনে।

বেলা ১ টা ৪১ মিনিট: আগামীকাল পদত্যাগ করবেন বলে জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা শিরোমনি অকালি দলের নেতা পরকাশ সিং বাদল।

বেলা ১টা ৩৫ মিনিট : গোয়ার মারগাও কেন্দ্র থেকে জিতলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত।

বেলা ১টা ২৮ মিনিট : উত্তরাখণ্ডে ৯টি আসনে এগিয়ে রয়েছে ও ১টিতে জিতেছে কংগ্রেস।বিজেপি ৫৭ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে রয়েছে।

বেলা ১ টা ২৫ মিনিট : মণিপুরে কংগ্রেস জিতেছে ৯টি আসন, এগিয়ে রয়েছে ৮টি তে। বিজেপি জিতেছে ৫টি আসনে , এগিয়ে রয়েছে ১০টিতে। অন্যান্যরা ৩টি আসনে জিতেছে , এগিয়ে রয়েছে ১টিতে। এনপিএফ জিতে গিয়েছে ৩ টি আসনে।

বেলা ১ টা ১৫ মিনিট: পাঞ্জাবের ১৭ টি আসনে জিতল কংগ্রেস। কংগ্রেস এগিয়ে রয়েছে ৫৯ টি আসনে। আপ জিতেছে ৬টি আসনে, এগিয়ে রয়েছে ১৭টি আসনে। বিজেপি অকালিদল জোট জিতেছে ১ টি আসনে,এগিয়ে রয়েছে ১৭টি আসনে।

বেলা ১ টা ১১ মিনিট : পাঞ্জাব নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে আলোচনা হবে দলীয় বৈঠকে, জানালেন অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল।

বেলা ১টা ৩ মিনিট : পাঞ্জাবে ১২ টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস, ৬৩ টি আসনে এগিয়ে রয়েছে তারা। আপ পাঞ্জাবের ২ টি আসনে এগিয়ে ৩ টি আসনে জিতে গিয়েছে। বিজেপি অকালি দল এগিয়ে রয়েছে ১৭ টি আসনে।

বেলা ১২ টা ৪৯ মিনিট : মণিপুর: অন্যান্যরা এগিয়ে রয়েছে ২১ টি আসনে, কংগ্রেস ৮টি আসনে জিতে , এগিয়ে রয়েছে ১৪ টি আসনে। ৩টি আসনে বিজেপি জিতে গিয়েছে, এগিয়ে রয়েছে ১১টি আসনে। এনপিএফ ১ টি আসনে এগিয়ে রয়েছে। জিতে গিয়েছে ২টি আসনে।

বেলা ১২ টা ৪৮ মিনিট: গোয়া: কংগ্রেস ৫ টি আসনে জিতেছে, এগিয়ে রয়েছে ৮টিতে। বিজেপি ৬টি আসনে জিতে এগিয়ে রয়েছে ৩টিতে। অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে জিতেছে ১টিতে।

বেলা ১২ টা ৪৬ মিনিট : উত্তরাখণ্ড: বিজেপি ৫১ টি আসনে , কংগ্রেস ১৫টি আসনে এগিয়ে। অন্যান্যরা ৪ টি আসনে এগিয়ে।

বেলা ১২ টা ৪৪ মিনিট: পাঞ্জাব: কংগ্রেস ৬৫ টি কেন্দ্রে এগিয়ে , ৮টি কেন্দ্রে জিতে গিয়েছে। আপ জিতেছে ৩ টি কেন্দ্রে ২৪ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ১৬ টি আসনে।

বেলা ১২ টা ৩৮ মিনিট : উত্তরাখণ্ডে ৫২ টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ১৪ টি আসনে, অন্যানরা ৪ টি আসনে এগিয়ে।

বেলা ১২টা ৩৫ মিনিট : পাঞ্জাবের পাটিয়ালা কেন্দ্র থেকে ৫১০০০ভোটে জিতে গেলেন কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিং।

বেলা ১২টা ৩৩ মিনিট: মণিপুরে ২২ টি আসনে এগিয়ে কংগ্রেস,১৪টি আসনে এগিয়ে বিজেপি,অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।

বেলা ১২ টা ৩১ মিনিট: পাঞ্জাবের পাটিয়ালা কেন্দ্র থেকে এগিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিং।

বেলা ১২ টা ১৪ মিনিট: গোয়ার কাঙ্কোলিম কেন্দ্র থেকে পিছিয়ে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এলভিস গোমস।

বেলা ১২ টা ১২ মিনিট: মণিপুরে কংগ্রেস এগিয়ে ২০টি আসনে বিজেপি এগিয়ে ১৫টি আসনে।

বেলা ১২ টা ৯ মিনিট: "পাঞ্জাবে দুষ্টদের অহঙ্কার চূর্ণ হয়েছে", পাঞ্জাবে বিজেপি-অকালিদলের ধরাসায়ী অবস্থা প্রসঙ্গে বলেলন নভজ্যোত সিং সিধু।

বেলা ১২ টা: উত্তরাখণ্ডের হরিদ্বার গ্রামীণ কেন্দ্র থেকে হেরে গেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।

সকাল ১১ টা ৫৫ মিনিট: পাঞ্জাবে ৭৩ টি আসনে এগিয়ে কংগ্রেস,২৬টি আসনে এগিয়ে আপ, বিজেপি-অকালি দল এগিয়ে ১৮টি আসনে।

সকাল ১১ টা ৫০ মিনিট : মণিপুরে ১৯টি আসনে এগিয়ে কংগ্রেস, ১৬টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ১১ টা ৪৫ মিনিট: " আজ সারাদেশ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দাঁডি়য়ে", উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির জয় প্রসঙ্গে বললেন কেন্দ্রীয়মন্ত্রী পিযূষ গোয়েল।

সকাল ১১ টা ৪২ মিনিট: উত্তরাখণ্ডের রানিখেত থেকে পিছিয়ে রয়েছেন অজয় ভট।

সকাল ১১ টা ৩৪ মিনিট : গোয়ার মান্দ্রেম কেন্দ্র থেকে হেরে গেলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর।

সকাল ১১ টা ২৯ মিনিট: পাঞ্জাবে ৭২ আসনে এগিয়ে কংগ্রেস , ২৮ টি আসনে এগিয়ে আপ, ১৭টি আসনে এগিয়ে অকালি দল -বিজেপি জোট।

সকাল ১১টা ২৭ মিনিট: পাঞ্জাবের জালালাবাদ থেকে এগিয়ে সুখবিন্দর সিং বাদল।

সকাল ১১ টা ২৪ মিনিট: উত্তরাখণ্ডের কিচ্ছা ও হরিদ্বার ২ টি কেন্দ্রেই পিছিয়ে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, উত্তরাখণ্ডে পাল্লা ভারি বিজেপির

সকাল ১১ টা ২২ মিনিট : ২৪ টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে রয়েছে ১৪ টি আসনে।

সকাল ১১টা ১৮ মিনিট: পাঞ্জাবে পাটিয়ালা কেন্দ্রে এগিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিং।

সকাল ১১ টা ১৪ মিনিট: মণিপুরে ২০ টি আসনে এগিয়ে কংগ্রেস বিজেপি এগিয়ে ১৬টি আসনে।

সকাল ১১ টা ৮ মিনিট: পাঞ্জাবে ৭০ টি আসনে এগিয়ে কংগ্রেস , আপ এগিয়ে রয়েছে ২৬ টি আসনে, ২০টি আসনে এগিয়ে বিজেপি-অকালি দল।

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, উত্তরাখণ্ডে পাল্লা ভারি বিজেপির

সকাল ১১টা : মণিপুরে ১৯ টি আসনে এগিয়ে কংগ্রেস , ১৩টি আসনে এগিয়ে বিজেপি, ২টি আসনে এগিয়ে অন্যান্যরা।

সকাল ১০ টা ৫৮ মিনিট : গোয়াতে ১১ টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ৮টিতে।

সকাল ১০টা ৫৫ মিনিট: পাঞ্জাবের লম্বি কেন্দ্রে পিছিয়ে গেলেন ক্যাপ্টেন অমৃন্দর সিং।

সকাল ১০ টা ৫১ মিনিট : মণিপুরে বিজেপি ১৪ টি কেন্দ্রে এগিয়ে, কংগ্রেস এগিয়ে ১৭ টি কেন্দ্রে, অন্যান্যরা এগিয়ে ২ টি কেন্দ্রে।

সকাল ১০ টা ৪৮ মিনিট: গোয়ার মান্দ্রেম কেন্দ্র থেকে পিছিয়ে মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর।

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, উত্তরাখণ্ডে জোরালো বিজেপি

সকাল ১০ টা ৪৬ মিনিট: উত্তরাখণ্ডে পিছিয়ে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

সকাল ১০ টা ৪৪ মিনিট: মণিপুরে হেরে গেলেন ইরম শর্মিলা।

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, উত্তরাখণ্ডে জোরালো বিজেপি

সকাল ১০ টা ৪২ মিনিট: উত্তরাখণ্ডে ৫৫ টি আসনে এগিয়ে বিজেপি, ৯টি আসনে এগিয়ে কংগ্রেস , বিএসপি ১টি আসনে এগিয়ে।

সকাল ১০ টা ৩০ মিনিট: মণিপুরের থৌবাল কেন্দ্র খেকে জিতলেন মুখ্যমন্ত্রী ওকারাম ইবোবি সিং।

সকাল ১০ টা ২৫ মিনিট : উত্তরাখণ্ডে ৫৩ টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে রয়েছে ১১টি আসনে,বিএসপি ১টি আসনে এগিয়ে।

সকাল ১০ টা ২২ মিনিট: মণিপুরে কংগ্রেস এগিয়ে ১৬ টি আসনে , বিজেপি এগিয়ে রয়েছে ১১টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে ১ টি আসনে।

সকাল ১০ টা ১৯ মিনিট: উত্তরাখণ্ডে ৭০ টি আসনের মধ্যে ৫১ টি আসনে এগিয়ে বিজেপি, ১২টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস বিএসপি এগিয়ে ১টি আসনে।

সকাল ১০ টা ১৬ মিনিট : পাঞ্জাবে ১১৭ টির মধ্যে ৬৬ টি আসনে এগিয়ে কংগ্রেস, ২৭ টি আসনে এগিয়ে অকালি দল-বিজেপি জোট,২৪ টি আসনে এগিয়ে আপ।

সকাল ১০ টা ১৩ মিনিট: চণ্ডীগড়ে কংগ্রেস কর্মীদের জয়োল্লাস।

সকাল ১০ টা ১০ মিনিট : মণিপুরে বিজেপি ১০টি আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে ১৬টি আসনে।

সকাল ১০ টা ৭ মিনিট : গোয়াতে বিজেপি এগিয়ে ৭ টি আসনে, কংগ্রেস এগিয়ে ৯টি আসনে ,অন্যান্যরা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

সকাল ১০ টা ৪ মিনিট: পাঞ্জাবে ৬৫ টি আসনে এগিয়ে কংগ্রেস, ২৮টি আসনে এগিয়ে অকালি দল-বিজেপি জোট ,আপ এগিয়ে রয়েছে ২৩ টি আসনে ।

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, গোয়া, উত্তরাখণ্ড,মণিপুরে চলছে ল

সকাল ৯টা ৫৬ মিনিট: পাঞ্জাবের জালালাবাদ থেকে এগিয়ে ভগওয়াত মান।

সকাল ৯টা ৫৫ মিনিট: পাঞ্জাবের অমৃতসর পশ্চিম থেকে এগিয়ে নভজ্যোত সিং সিধু।

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাবে এগিয়ে কংগ্রেস, গোয়া, উত্তরাখণ্ড,মণিপুরে চলছে লড়া

সকাল ৯টা ৪৬ মিনিট: পাঞ্জাবে ৬২ টি আসনে এগিয়ে কংগ্রেস , বিজেপি অকালি দল এগিয়ে ২৬ টি আসনে আপ এগিয়ে ২১ টি আসনে।

সকাল ৯টা ৪৬ মিনিট: পাঞ্জাবের বাতালা থেকে এগিয়ে আপের প্রার্থী গুরপ্রিত সিং ঘুঘি।

সকাল ৯টা ৪৪ মিনিট: কংগ্রেস ৫১ টি আসনে এগিয়ে, বিজেপি অকালি দল জোট এগিয়ে ২৭ টি আসনে ,আপ এগিয়ে রয়েছে ২৪ টি আসনে ,অন্যান্যরা এগিয়ে রয়েছে ১ টি আসনে।

সকাল ৯টা ৪০ মিনিট: গোয়াতে ৮টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ৭টি আসনে,অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।

(Live) বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: গণনা শুরু পাঞ্জাব,মণিপুর, গোয়া ,উত্তরাখণ্ডে

সকাল ৯টা ৩৮ মিনিট: ৪৫ টি আসনে এগিয়ে বিজেপি ,১০টি আসনে এগিয়ে কংগ্রেস বিএসপি এগিয়ে রয়েছে ১ টি্ আসনে।

সকাল ৯টা ৩৩ মিনিট: উত্তরাখণ্ডে ৪২ টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৯টি আসনে বিএসপি এগিয়ে রয়েছে ১ টি আসনে।

সকাল ৯টা ৩২ মিনিট : মণিপুরে ১০ টি আসনে এগিয়ে কংগ্রেস, ৪টিতে এগিয়ে বিজেপি অন্যান্যরা ৩ টি আসনে এগিয়ে।

সকাল ৯টা ৩০ মিনিট: গোয়াতে ৮টি আসনে এগিয়ে কংগ্রেস, ৫ টিতে এগিয়ে বিজেপি, অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।

সকাল ৯টা ২৭ মিনিট: উত্তরাখণ্ডের ৭০ টি আসনের মধ্যে ৩৮টি আসনে এগিয়ে বিজেপি,৭টি আসনে এগিয়ে কংগ্রেস, ২টি আসনে এগিয়ে বিএসপি।

সকাল ৯টা ২৫ মিনিট : গোয়াতে ৪টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে , বিজেপি ২টি আসনে এগিয়ে।

সকাল ৯টা ২২ মিনিট: পাঞ্জাবে ৩০ টি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস,আপ এগিয়ে ১৫ টি কেন্দ্রে, ১২ টি কেন্দ্রে এগিয়ে অকালি দল বিজেপি জোট।

সকাল ৯টা ১৯ মিনিট: উত্তরাখণ্ডের হরিদ্বার কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন হরিশ রাওয়াত।

সকাল ৯টা ১৬ মিনিট : গোয়াতে ৫ টি আসনে এগিয়ে কংগ্রেস, ৩ টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ৯টা ১৩ মিনিট: উত্তরাখণ্ডে ১৮টি আসনে এগিয়ে বিজেপি, বিএসপি এগিয়ে ১ টি আসনে।

সকাল ৯টা ১১ মিনিট: পাঞ্জাবে ২৫ টি আসনে এগিয়ে কংগ্রেস , আপ এগিয়ে ১৩ টি আসনে , ৮টি আসনে এগিয়ে অকালি দল বিজেপি জোট।

সকাল ৯টা ১০ মিনিট: উত্তরাখণ্ডে ১৩ টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ৯ টা ৮ মিনিট: মণিপুরে ৩ টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি এগিয়ে ১ টি আসনে,অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।

সকাল ৯টা ৬ মিনিট: উত্তরাখণ্ডে ১০ টি করে আসনে এগিয়ে কংগ্রেস ও বিজেপি।

সকাল ৯ টা ১ মিনিট: পাঞ্জাবে পাটিয়ালা কেন্দ্র থেকে ৩৫০০ ভোট এগিয়ে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

সকাল ৮টা ৫৯ মিনিট: উত্তরাখণ্ড ৯টি আসনে এগিয়ে বিজেপি , কংগ্রেস এগিয়ে রয়েছে ৩ টিতে।

সকাল ৮টা ৫৭ মিনিট: পাঞ্জাবে ১৯ টি আসনে এগিয়ে কংগ্রেস, আপ এগিয়ে ১২ টি আসনে ৫ টিতে এগিয়ে রয়েছে অকালি দল ও বিজেপি।

সকাল ৮টা ৫৬ মিনিট: উত্তরাখণ্ডে ৩টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ১ টি আসনে এগিয়ে।

সকাল ৮ টা ৫৩ মিনিট: উত্তরাখণ্ডে কংগ্রেস এগিয়ে ৩টি আসনে, বিজেপি এগিয়ে ২ টি আসনে।

সকাল ৮ টা ৫১ মিনিট : গোয়াতে ২টি আসনে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮টা ৫১ মিনিট: মণিপুরে ২টি আসনে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮টা ৫০ মিনিট: উত্তরাখণ্ডে কংগ্রেস এগিয়ে ১টি আসনে।

সকাল ৮ টা ৪৮ মিনিট: পাঞ্জাবে ১৮ টি আসনে এগিয়ে কংগ্রেস, ৪ টি আসনে এগিয়ে অকালি ও দল বিজেপি।

সকাল ৮ টা ৪৫ মিনিট: মণিপুরে পিছিয়ে ইরম শর্মিলা।

সকাল ৮টা ৪২ মিনিট: পাঞ্জাবে এগিয়ে অকালি দলের পরকাশ সিং বাদল।

সকাল ৮টা ৪০ মিনিট : পাঞ্জাবে ১৫ টি আসনে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮টা ৩৭ মিনিট: মণিপুরের থৌবাল থেকে এগিয়ে ওকারাম ইবোবি সিং।

সকাল ৮ টা ৩৫ মিনিট :মণিপুরে কংগ্রেস এগিয়ে ১টি আসনে, অন্যান্যরা এগিয়ে ১ টি আসনে।

সকাল ৮টা ৩৩ মিনিট: পাঞ্জাবে ১৪ টি আসনে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮ টা ৩০ মিনিট: মণিপুরে ১ টি আসনে এগিয়ে কংগ্রেস।

সকাল ৮টা ২৮ মিনিট: পাঞ্জাবে অকালি দল ২ টি আসনে এগিয়ে, কংগ্রেস ৭টি আসনে এগিয়ে, আপ এগিয়ে ২ টি আসনে।

সকাল ৮টা ২৬ মিনিট: পাঞ্জাবে অকালি দল ২ টি আসনে এগিয়ে, কংগ্রেস ৬টি আসনে এগিয়ে, আপ ১ টি আসনে এগিয়ে।

সকাল ৮টা ২০ মিনিট: ইম্ফলে শুরু ভোট গণনার কাজ।

সকাল ৮টা ৯ মিনিট: পাঞ্জাবের ৫৪ টি গণনা কেন্দ্রে শুরু হল ভোটগণনার কাজ।

সকাল ৭টা ১৭ মিনিট : ইরম শর্মিলা বললেন, রাজনৈতিক দলগুলি সমস্ত রকমের ক্ষমতা ব্যবহার করেছে নির্বাচনে।

সকাল ৬টা ৫৩ মিনিট : গোয়ায় পানাজি গণনাকেন্দ্রের কাছে কড়া নিরাপত্তা।

English summary
Officials on Saturday will begin counting votes from month-long elections in five states whose outcome could test Prime Minister Narendra Modi’s ability to pursue tough economic reforms and see opposition parties forge new alliances at the national level.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X