For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ, কোন দফায় হবে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের

নির্ঘণ্ট ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করলেন পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হবে দফায়।

Google Oneindia Bengali News

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও দেশে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করলেন পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হবে এক দফায়। ১৪ ফেব্রুয়ারি ভোট হবে পাঞ্জাবে। পাঁচ রাজ্যে মোট সাত দফায় ভোট হবে। তার মধ্যে দ্বিতীয় দফায় হবে পাঞ্জাবের ভোট। ভোটের ফলাফল জানা যাবে ১০ মার্চ।

পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ, কবে কোথায় ভোট

মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, মোট সাত দফায় ভোট হবে পাঁচ রাজ্যে। প্রথম দফায় শুধু ভোট হবে উত্তরপ্রদেশে। দ্বিতীয় দফায় ভোট হবে উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে। পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় এদিন ভোট হয়ে যাবে। এই তিন রাজ্যেই এক দফায় ভোট সম্পূর্ণ হয়ে যাবে।

গতবার পাঞ্জাবে ভোট হয়েছিল ২০১৭-র ৪ ফেব্রুয়ারি। এবার ভোট হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। পাঞ্জাব বিধানসভায় মোট ১১৭টি আসনে ভোট হবে। ২০১৭ সালে নির্বাচিত বর্তমান পাঞ্জাব বিধানসভার মেয়াদ ২০২২-এর ২৭ মার্চ। ১০ মার্চ পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সরকার পথ চলা শুরু করবে। পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২২-এর চূড়ান্ত ভোটার তালিকা এই সপ্তাহের শুরুতে ভারতের নির্বাচন কমিশন প্রকাশ করেছে৷

দেশে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই ভোটবাদ্যি বেজে গেল পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভায়। মুখ্য নির্বাচন কমিশনার এদিন জানান, করোনা আবহে ১৬ শতাংশ বুথ বাড়িয়ে ভোট করা হবে। করোনা বিধি মেনে চ্যালেঞ্জিং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথপ্রতি ভোটার ১৫০০ থেকে কমিয়ে ১২৫০ জন করা হয়েছে। পাঞ্জাবে করোনার সংক্রমণের হার ২.১ শতাংশ। এই অবস্থায় আটঘাট বেঁধে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দিল কমিশন। এদিন নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়ে যাবে আদর্শ আচরণ বিধিও।

পাঞ্জাবে এবারের নির্বাচনে রাজনৈতিক মহলের নজর থাকবে কংগ্রেসের আধিপত্যে অন্য কোনও দল ভাগ বসাতে পারে কি না। কেননা এই রাজ্যের শাসকদল কংগ্রেসে আড়াআড়ি বিভাজন ঘটে গিয়েছে। কংগ্রেস ভেঙে বেরিয়ে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি নতুন দল গড়ে হাত মিলিয়েছেন বিজেপির সঙ্গে। আবার কংগ্রেসের কোন্দলের সুযোগ নিয়ে উত্থান হয়েছে আপেরও।

পাঞ্জাবে এবারের নির্বাচনে চতুর্মুখী লড়াই হয়ে চলেছে। কংগ্রেসের সঙ্গে মূল লড়াই হবে আম আদমি পার্টির। বিজেপি-জোট থেকে বেরিয়ে শিরোমণি অকালি দল বিএসপির সঙ্গে জোট করেছে। আর বিজেপি আর অমরিন্দর সিংয়ের পাঞ্জাব লোক কংগ্রেস জোট গড়ে এবারের নির্বাচন লড়তে চলছে। ফলে কংগ্রেস, আম আদমি পার্টির পাশাপাশি বিজেপি-অমরিন্দর জোট এবং শিরোমণি অকালি দল- বিএসপির জোটের মধ্যে চতুর্মুখী লড়াই হতে চলেছে এবার।

English summary
Punjab Election 2022: Election Commission of India announce the Assembly election and result date.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X