For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগের পাল্টা বিজেপিকে নিশানা! সর্দার প্যাটেলকে স্মরণ মুখ্যমন্ত্রী চান্নির

পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে পঞ্জাবের কংগ্রেস (Congress) সরকার এবং মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Charanjit Singh Channi) ওপ

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে পঞ্জাবের কংগ্রেস (Congress) সরকার এবং মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Charanjit Singh Channi) ওপরে চাপ বাড়িয়েছে বিজেপি। অন্যদিকে পাল্টা বিজেপিকে আক্রমণ করতে সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai patel) উক্তিকে বেছে নিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

সর্দার প্যাটেলের ছবি দিয়ে টুইট

সর্দার প্যাটেলের ছবি দিয়ে টুইট

স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেলর ছবি দিয়ে তাঁর মন্তব্য এদিন টুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেছেন যে কেউ তাঁর দায়িত্বের চেয়ে নিজের জীবন নিয়ে বেশি চিন্তিত হলে ভারতের মতো দেশে বড় দায়িত্ব নেওয়া উচিত নয়।
এর আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকার হত্যার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রীর জীবনকে বিপন্ন করে তুলেছে বিজেপির এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

হুমকি কোথায়?

হুমকি কোথায়?

পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, তাঁর (মোদী) জীবনে হুমকি কোথায়? এক কিমির মধ্যে কেউ ছিল না। কেউ পাথর ছোঁড়েনি, কেউ গুলিও চালায়নি। কোনও স্লোগানও দেওয়া হয়নি। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রশ্ন কীভাবে প্রধানমন্ত্রী বলতে পারেন, তিনি জীবিত আছেন। এতবড় নেতার থেকে এমন সংবেদনশীল মন্তব্য নিয়ে প্রশ্ন করেছেন চান্নি। সাধারণ মানুষ তাঁকে প্রধানমন্ত্রী করেছেন। সেই কারণে তাঁর মন্তব্যও দায়িত্বশীল হওয়া উচিত। তিনিই কিনা বলছেন, কংগ্রেস দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়।

রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

কংগ্রেসের তরফে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে, বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কংগ্রেস দাবি করেছে, ফিরোজপুরে আন্দোলনরত কৃষকরা অবরোধ করেছিলেন, যার জেরে ফ্লাইওভারের ওপরে আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়। কংগ্রেসের তরফে এও বলা হয়েছে, প্রধানমন্ত্রী যাচ্ছিলেন একটি নির্বাচনী সমাবেশে।
কংগ্রেসের তরফে দাবি করে বলা হয়েছে, সড়কপথে প্রধানমন্ত্রী কোনও সময়েই বিপদের মধ্যে পড়েননি।

পঞ্জাব ও পঞ্জাবিয়তের মানহানি করার ষড়যন্ত্র

পঞ্জাব ও পঞ্জাবিয়তের মানহানি করার ষড়যন্ত্র

পঞ্জাবের ভাতিন্ডা বিমানবন্দরে নামার পরে হেলিকপ্টারে ফিরোজপুর যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়া কারণে সূচি পরিবর্তন করে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। বিজেপির তরফে দাবি করা হয়েছে, বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছিল। বিজেপির তরফে এও বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে পথ তৈরি করে দেওয়া ভিআইপি প্রটোকলের অংশ যা রাজ্য পুলিশের দায়িত্বও বটে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী এর আগে বলেছেন, বিজেপির সমাবেশে খুব কম লোক আসার বিষয়টিকে ঢাকা দিতে চেষ্টা করছে বিজেপি এবং পঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেছেন, বিষয়টি পঞ্জাব ও পঞ্জাবিয়তের মানহানি করতে ষড়যন্ত্র। তিনি আরও দাবি করেছেন, স্বাধীনতা সংগ্রামে পঞ্জাবের মানুষ সব থেকে বেশি জড়িত ছিলেন, সেই কারণে এই ধরনের অভিযোগ করা হচ্ছে।

Live Assembly Election 2022: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, দিন ঘোষণা করবে কমিশনLive Assembly Election 2022: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, দিন ঘোষণা করবে কমিশন

English summary
Punjab CM Channi targets BJP mentioning comments of Sardal Patel on alleged PM's security breach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X