For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সাফল্য গেরুয়া শিবিরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাই যোগ দিলেন বিজেপিতে

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাই যোগ দিলেন বিজেপিতে

  • |
Google Oneindia Bengali News

পাঞ্জাব সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ রাজ্যগুলিতে নির্বাচনের প্রস্তুতি চলছে সব দলের। পাঞ্জাবে এমনিতে শাসক দল কংগ্রেসের থেকে কিছুটা পিছিয়েই রয়েছে বিজেপি৷ কিন্তু ভোটের মুখে এবার বড় চমক দিল বিজেপি৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাইকে নিজেদের শিবিরে নিয়ে আসতে সক্ষম হয়েছে পদ্মব্রিগেড! পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির তুতো ভাই জসবিন্দর সিং ধলিওয়াল মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন।

বড় সাফল্য গেরুয়া শিবিরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাই যোগ দিলেন বিজেপিতে

পাঞ্জাব থেকে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন ধলিওয়াল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির কাকার ছেলে জাসবিন্দরের বিজেপিতে যোগ দেওয়ার খবরটি রীতিমতো চর্চায় রয়েছে রাজনৈতিক মহলে! চান্নির তুতো ভাই ছাড়াও কানওয়ারবীর সিং তোহরা, (প্রাক্তন এসজিপিসি সভাপতি গুরচরণ সিং তোহরার নাতি), গুরদীপ সিং গোশা, যিনি অকালি দলের সঙ্গে ছিলেন এবং ধরমবীর সরিনও বিজেপিতে যোগ দেন। এঁদের স্বাগত জানিয়েছে মন্ত্রী শেখাওয়াত, যিনি পাঞ্জাব বিধানসভা নির্বাচনে দলের ইনচার্জও।

শেখাওয়াত জানিয়েছেম এই পরিচিত মুখদের ব্ দলে আসা নির্বাচনের আগে বিজেপিকে উৎসাহিত করবে। শেখাওয়াত আরও বলেন, রাজ্যের নির্বাচনী ইতিহাসে বিজেপি একটি নতুন অধ্যায় লিখতে চলেছে। প্রসঙ্গত এবারের বিধানসভায় রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (যিনি আগে কংগ্রেসে ছিলেন) এবং সুখদেব সিং ধীন্ডসারের নেতৃত্বাধীন আকালি দল ও বিজেপি জোট বেঁধে কংগ্রেস ও তার সহযোগীদের বিরুদ্ধে লড়াই করছে! বিজেপি এবার পাঞ্জাব নির্বাচনে ভালো করতে আশাবাদী, বিশেষ করে তিনটি কৃষি আইন ফিরিয়ে নেওয়ার পর পাঞ্জাবের কৃষকদের ভোট পাওয়া নিয়ে আশাবাদী বিজেপি!

প্রসঙ্গত কয়েকদিন আগেই নিরাপত্তাজনিত কারণে পাজাব থেকে সভা না করে ফিরে আসতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কনভয়কে ভান্তিন্ডার কাছে একটি কালভার্টে ২০ মিনিটের বেয়ি আটকে থাকতে হয়েছিল। সে নিয়ে পাঞ্জাবের কংগ্রেস সরকারে সমালোচনা করেছে অনেকেই। পাশাপাশি ঘটনার তদন্তে সুপ্রিমকোর্ট চার সদস্যের কমিটিও তৈরি করেছে! এই বিষয়টি নিয়ে শেখাওয়াত অভিযোগ করেন যে কংগ্রেস গত সপ্তাহে পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত জনসভা বানচাল করার জন্য ষড়যন্ত্র করেছে, এটি রাজ্যের সবচেয়ে বড় সমাবেশ হত বলেও তিনি দাবি করেন।

English summary
Punjab CM Channi's cousin brother has joined the BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X