For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএম কেয়ার্স ফান্ডে চিনা সংস্থা গুলির অনুদান ফেরানোর পক্ষে জোরদার সওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর

পিএম কেয়ার্স ফান্ডে চিনা সংস্থা গুলির অনুদান ফেরানোর পক্ষে জোরদার সওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

পিএম কেয়ার্স ফান্ডের অনুদান নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে। পাশাপাশি করোনা মোকাবিলার জন্য তৈরি পিএম কেয়ার্স ফান্ডে চিনা সংস্থা গুলির তরফ থেকে এখনও পর্যন্ত যা অনুদান এসেছে তা ফিরিয়ে দেওয়ারও পক্ষেও জোরদার সওয়াল করতে দেখা যায় তাকে।

পিএম কেয়ার্স ফান্ডে চিনা সংস্থা গুলির অনুদান ফেরানোর পক্ষে জোরদার সওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর

এদিকে গত ১৫ই জুন গালওয়ানে চিন-ভারত সেনা সংঘর্ষের পর থেকে গোটা দেশ জুড়েই চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। একাধিক ব্যবসায়িক সংগঠন চিন থেকে আমদানি করা পণ্যের উপর জোরদার সওয়াল করে। এদিকে উত্তেজনার পারদ যত চড়ছে ততই জোরালো হয়েছে যুদ্ধ সম্ভাবনা। ভারতের উপর চিনের সাইবার হানার সম্ভাবনা নিয়েও জোরদার চাপানউতোর শুরু হয়েছে। এমতাবস্থায় গতকালই ৫৯টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা সজারি করেছে কেন্দ্র সরকার।

এমতাবস্থায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, “আমাদের অবশ্যই চিনের বিরুদ্ধে একটা কঠিন অবস্থান নেওয় উচিত। আমার মনে হয় না যাদের হাতে আমাদের সেনারা খুন হয়েছে তাদের টাকা অনুদান হিসাবে নেওয়া উচিত।” এদিকে গালওয়ান উপত্যকার লালফৌজের সঙ্গে সেনা সংঘর্ষে ১৫ই জুন রাতে প্রায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পিএম কেয়ার্সে অনুদানকারী বেশ কিছু চিনা সংস্থার নামও বলেন। একইসাথে তাঁর যুক্তি, “ প্রশ্ন এটা নয় যে চিনা সংস্থা গুলির কাছ থেকে কত টাকা এসেছে। প্রশ্ন এটা যদিও ১ টাকাও এসে থাকে তাহলে করোনা মোকাবিলার জন্য তৈরি এই তহবিলে তা নেওয়া উচিত না। যার প্রথম কারণ চিনের হাত ধরে করোনা প্রাদুর্ভাব ও ভারতের বিরুদ্ধে চিনের আগ্রাসী মনোভাব। ”

নির্মলার কথা ধ্রুবতারার মতো সত্যি! পরিযায়ীদের নামে নিজের বেস সেভ করার চেষ্টা অমিতের,বিস্ফোরক রাহুলনির্মলার কথা ধ্রুবতারার মতো সত্যি! পরিযায়ীদের নামে নিজের বেস সেভ করার চেষ্টা অমিতের,বিস্ফোরক রাহুল

English summary
punjab cm amarinder singh urges to return the chinese company aid to pm cares fund to fight corona crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X