For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ক্যাপ্টেন'-পন্থীদের বাদ দিয়েই পঞ্জাবে চান্নি-মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! অমরিন্দর-নভজ্যোত দ্বন্দ্ব কোনপথে

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবের তখতে রাজ পরিবারের সদস্য তথা ভারতীয় সেনার প্রাক্তন 'ক্যাপ্টেন' কংগ্রেস নেতা অমরিন্দর সিং কে সরিয়ে যখন চরণজিৎ সিং চাান্নিকে বসিয়েছিল কংগ্রেস, সেদিন থেকেই কার্যত অমরিন্দরের ক্ষোভ বেরিয়ে আসে জনতার সামনে। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে না থেকে সেদিনই ক্যাপ্টেন জানান দিয়েছেন , তাঁর ক্ষোভের মেজাজ। নিজেকে 'জনতার মহারাজা' বলে চিহ্নিত করা অমরিন্দর গতকালই বিস্ফোরক বার্তায় নিজের অবস্থান জানান দিয়েছেন। ক্যাপ্টেনের কণ্ঠে এই সুর যে আসন্ন ২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে খুব একটা সুখকর জায়গায় রাখবে না, তা নিয়ে অনেক বিশেষজ্ঞই মত প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, অমরিন্দরের ডানা কংগ্রেসে ছাঁটতে রীতিমতো তোড়জোড় শুরু করেছে গান্ধী শিবির।

অমরিন্দরের বিস্ফোরক বার্তা

অমরিন্দরের বিস্ফোরক বার্তা

পঞ্জাবের তখত সদ্য ছেড়েছেন তিনি। এরপরই ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী 'অনভিজ্ঞ'। যে বার্তাতেই তিনি সুস্পষ্ট করে দিয়েছেন যে, তাঁকে সরিয়ে নভজ্যোত সিং সিধুর সমর্থিত চরণজিৎ সিং চান্নিকে বসানো তিনি মেনে নিতে পারছেন না। এদিকে, সিধুর প্রতি ক্ষোভ উগড়ে অমরিন্দর প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে 'দেশদ্রোহী' ও ' ভয়ঙ্কর' বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, কংগ্রেসের মধ্যে বহু দিন ধরেই নভজ্য়োতি সিং সিধু বনাম অমরিন্দ সিং সংঘাত শুরু হয়েছিল। যে সংঘাতের পর সামনে বিধানসভা নির্বাচনের আগে সিধু পন্থীদের প্রাধান্য দিতে শুরু করে কংগ্রেস হাইকমান্ড। আর সেই জায়গা থেকেই গোঁসা শুরু হয় অমরিন্দরের।

'ক্যাপ্টেন' বনাম প্রাক্তন ক্রিকেটার

'ক্যাপ্টেন' বনাম প্রাক্তন ক্রিকেটার

এক সাক্ষাৎকারে কার্যত কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে অমরিন্দর সিং জানিয়েছেন, নিজের সমস্ত প্রচেষ্টা দিয়ে সিধুর মতো একজন 'ভয়ঙ্কর' মানুষের থেকে তিনি দেশবাসীকে সরাতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সোচ্চার কণ্ঠে পঞ্জাব রাজবংশের সন্তান অমরিন্দর জানিয়েছেন, ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধুকে হারাতে তিনি এমন একজন প্রার্থীকে ময়দানে নামাবেন, যিনি সিধুর হারকে নিশ্চিত করবেন। এই জায়গা থেকে ফের একবার অমরিন্দরকে নিয়ে কংগ্রেসের অস্বস্তি দ্বিগুণ হতে শুরু করেছে।

চান্নি-মন্ত্রিসভায় রদবদল

চান্নি-মন্ত্রিসভায় রদবদল

পঞ্জাবের রাজবংশের সন্তানকে মসনদ থেকে সরিয়ে শিখ দলিত সম্প্রদায়ভূক্ত চান্নিকে গদিতে বসিয়েও সেভাবে স্বস্তিতে নেই কংগ্রেস। তবে তারই মাঝে অমরিন্দরের ডানা ছাঁটার প্রক্রিয়া কার্যত শুরু করে দিয়েছে দল। জানা গিয়েছে নতুন চান্নি-মন্ত্রিসভায় যে সমস্ত মন্ত্রীদের নাম উঠে আসতে পারে, তাতে অমরিন্দর সিং পন্থীরা থাকছেন না। অমরিন্দর পন্থী , রানা গুরমিত সিং সোধি, সাধু সিং দারামসোত, শ্যাম সুন্দর অরোরা, বলবীর সিধু, গুরপ্রীত কাঙ্গাররা সম্ভবত চান্নি মন্ত্রিসভায় থাকবেন না। নভজ্যোত সিং সিধু পন্থী চান্নির মন্ত্রিসভা থেকে এবার কার্যত অমরিন্দর শিবিরের কাউকেই রপাখা হবে না। এদিকে, দলের অস্বস্তি বাড়িয়ে হরিশ রাওয়াত ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, ২০২২ পঞ্জাব বিধানসভা নির্বাচন সিধুর নেতৃত্বে হবে। তবে , তা নিয়ে পঞ্জাবে কংগ্রেসের সুনীল জাখর বেশ অসন্তোষ প্রকাশ করেছেন।

মন্ত্রিসভায় বদল

মন্ত্রিসভায় বদল

জানা গিয়েছে, চান্নি মন্ত্রিসভায় কারা থাকবেন, তা নিয়ে এই সপ্তাহের শেষের মধ্যেই বৈঠকে বসবে কংগ্রেস। ইতিমধ্যেই বিষয়টিকে চূড়ান্ত রূপরেখা দিতে জাখর ও গান্ধী পরিবারের সদস্যরা দিল্লি রওনা হয়েছেন। দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে আলোচনা করতে সেখানে পৌঁছবেন নভজ্যোত সিং সিধুও।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Punjab ministry reshuffle issue:Amrinder loyalists may be dropped in Channi govt .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X