For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে ক্ষমতা দখলের পর কেজরির হুঙ্কার, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জানালেন পরের কোন লক্ষ্য?

Google Oneindia Bengali News

পাঞ্জাবে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা নিশ্চিত হয়ে গিয়েছে আম আদমি পার্টির। ১১৭টি আসনের মধ্যে জয় ও এগিয়ে থাকার নিরিখে আপের আসন সংখ্যা ৯১। তা আরও বাড়বে বলে আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পর এবার পাঞ্জাবে আপ সরকার। গোয়া বিধানসভাতেও বিধায়ক থাকছেন আপের। এবার কেজরিওয়াল জানিয়ে দিলেন পরের লক্ষ্যের কথা।

উচ্ছ্বসিত কেজরি

আপের ঝাড়ু-ঝড়ে বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি আসনে লড়ে দুটিতেই হেরে গিয়েছেন। কেজরিওয়াল বলেন, ভদৌরে চান্নিকে যিনি হারিয়েছেন সেই লভ সিং মোবাইল মেরামতির দোকানে কাজ করেন। তাঁর বাবা কৃষক. মা একটি স্কুলে সাফাইকর্মীর কাজ করেন। নভজ্যোৎ সিং সিধুকে যিনি হারিয়েছেন তিনি আপের মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত। আম আদমি কোনও পার্টি নয়। ভগৎ সিংয়ের স্বপ্নকে আমরা পূরণ করব। মহিলা, কৃষক সকলে একজোট হয়ে আম আদমি পার্টিতে যোগদান করুন। আমরা এমন ভারত গড়ব যেখানে কোনও ছাত্র-ছাত্রীকে ডাক্তারি পড়তে আর ইউক্রেনে যেতে না হয়। পাঞ্জাবের এই ফল বুঝিয়ে দিল, কেজরিওয়াল সন্ত্রাসবাদী নন, বরং আদর্শ দেশ-ভক্ত।

সিস্টেমে বদল

কেজরিওয়াল বলেন, ভগৎ সিংয়ের সেই কথা আমরা স্মরণ করি যেখানে তিনি বলেছিলেন ব্রিটিশদের তৈরি করা সিস্টেম বদল না করলে কাজের কাজ কিছুই হবে না। সেই ব্রিটিশ সিস্টেম ৭৫ বছর ধরে অনুসরণ করে চলেছে রাজনৈতিক দল ও নেতৃত্ব। দেশকে লুঠ করা হয়েছে। পর্যাপ্ত স্কুল, হাসপাতাল তৈরি করা হয়নি। আপ সেই সিস্টেম বদলাচ্ছে। পাঞ্জাবের আপ যে বিপুল জনসমর্থন পেয়েছে তাতে বড় বড় আসনগুলি নড়ে গিয়েছে। এটা একটা বিরাট ইনকিলাব। সুখবীর সিং বাদল পরাস্ত হয়েছেন, ক্যাপ্টেন অমরিন্দর সাব হেরে গিয়েছেন, চান্নি সাহাব হেরে গিয়েছেন, প্রকাশ সিং বাদল, নভজ্যোৎ সিং সিধু, বিক্রম সিং মাজিথিয়া হেরে গিয়েছেন। পাঞ্জাব যা এবার ভোটে দেখাল তা অনবদ্য। পাঞ্জাব ওয়ালো তুসি কামাল কর দিত্তা! আমরা সবাই পাঞ্জাবকে ভালোবাসি। এই ফল বিপুল ইনকিলাব।

আস্থার মর্যাদা দেওয়ার শপথ

ভারত মাতা কি জয়, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তুলে ভাষণ শেষের আগে কেজরি বলেন, আমাদের নম্রভাব বজায় রেখে কাজ করতে হবে। অনেকে গালাগালি করবে, পাল্টা গালি না দিয়ে বলতে হবে এটা আমরা গ্রহণ করলাম না। মানুষকে ভালোবাসা দিয়েই উন্নয়নের কাজ করার নির্দেশ দেন কেজরি। ছোট ভাই ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি যে খুশি সেটাও জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, মানুষ আস্থা রেখেছেন। তার মর্যাদা দিতে হবে। এই আস্থা, বিশ্বাস যাতে না ভাঙে তা নিশ্চিত করেই এগোতে হবে।

দেশের রাজনীতির চরিত্র বদল

কেজরিওয়াল বলেন, এই বিধানসভার নির্বাচনের আগে আমাকেও সন্ত্রাসবাদী বলা হয়েছে। আমি কালো, আমার জামার রং নিয়ে কটাক্ষ করা হয়েছে। আমাকে যা নয় তাই বলা হয়েছে। কিন্তু আমরা তার পাল্টা কিছু বলিনি। নিজেদের কাজটা করে গিয়েছি। মানুষের বিপুল জনসমর্থন দায়িত্ব বাড়িয়ে দিল। আমরা দেশের রাজনীতির চরিত্রটাই বদলে দেব। যেভাবে দেশজুড়ে পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন কেজরি তাতে রাজনৈতিক মহলের অভিমত, দুই রাজ্যে সরকার গঠন করে কেজরির আপ চাপে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকেও। গোয়ায় আপ আসন পেলেও খালি হাতেই ফিরল টিএমসি।

English summary
Delhi Chief Minister Arvid Kejriwal Says The Results Are Massive 'Inquilab', Big Seats Have Shaken Up. He Also Says With These Results People Showed That Kejriwal Is Not A Terrorist But A Real 'Desh Bhakt'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X