পুনেয় রাতের অন্ধকারে চলন্ত গাড়িতে গণধর্ষিতা মহিলা
পুনেয় চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হল ৩৪ বছর বয়সী এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। অভিযোগ পেয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিগৃহীতা মহিলা লোনি কালভর পুলিশ স্টেশনে ঘটনার অভিযোগ জানান। যে এসইউভি গাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়েছে তার নম্বরও দেন। তার ভিত্তিতেই দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজের অভিযোগপত্রে মহিলা লিখেছেন, প্রার্থনার জন্য নারায়ণপুরে মন্দিরে গিয়েছিলেন তিনি। সোনে দেরি হয়ে গেলে কেদগাঁওয়ে বাড়ি ফেরার গাড়ি পাচ্ছিলেন না। ফলে বাধ্য হয়ে রাত দশটা নাগাদ লিফট নেন। সেই গাড়িতে দুজন ছিল। তারা মহিলাকে গণধর্ষণ করে।
পরে মহিলাকে শিন্দাভানে ঘাট এলাকায় ফেলে পালিয়ে যেতে গেলে এক মোটরসাইকেল আরোহীর সাহায্যে গাড়ির নম্বর জোগাড় করেন মহিলা। সেই নম্বরই পুলিশকে দিয়ে অভিযোগ করলে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলার মেডিক্যাল টেস্ট হয়েছে। তদন্ত চলছে। ফলে এখুনি বেশি কিছু এই সম্পর্কে জানানো যাবে না।