For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলেকে পিটিয়ে মারল মা, কিন্তু কেন? সামনে এল হাড় হিম করা তথ্য

Google Oneindia Bengali News

পুনে, ১২ আগস্ট : ১৩ বছরের ছেলে চৈতন্যকে পিটিয়ে খুন করার দায়ে মা রাখি বালপান্ডে (৩৬)-কে গ্রেফতার করল পুনে পুলিশ। [মা ঘ্যানঘ্যানে! তাই কুড়ুল দিয়ে মুণ্ডচ্ছেদ করল ছেলে]

যে বাড়িতে রাখি ও তার ছেলে চৈতন্য থাকত সেই বাড়ির মালিক সুমিত মোড়ে রাখির বয়ফ্রেন্ড ছিল। এই কুনের ঘটনায় সহ-অপরাধী হিসাবে সুমিতকেও পুলিশ গ্রেফতার করেছে। [শয়তানের অর্চনায় অষ্টাদশীকে জোর করে ১৮০০ পুরুষের সঙ্গে যৌন মিলনে বাধ্য করল মা!]

রাখি চৈতন্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে দাবি করে বাড়িতে শৌচাগারে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছে চৈতন্য। যদিও ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে যে পেটে ও বুকে ভোঁতা কিছু দিয়ে আঘাতের ফলেই মৃত্যু হয়েছে কিশোরের। [মালদহে চার বছরের মেয়ের মাথা খুটে মাংস খেতে গিয়ে ধরা পড়ল মা]

ছেলেকে পিটিয়ে মারল মা, কিন্তু কেন? সামনে এল হাড় হিম করা তথ্য

কিন্তু পরে পুলিশের তদন্তের মুখে পড়ে ভোল পাল্টে চাঞ্চল্যকর অভিযোগ আনে রাখি। পুলিশকে সে জানায়, তার প্রতি ছেলের যৌন টান অনুভব করার পর ক্রিকেট ব্যাট দিয়ে সে তাকে মারে।

যদিও রাখির মা ও বোন এই অভিযোগকে অস্বীকার করেছেন। তাঁদের দাবি, চৈতন্য অত্যন্ত ভদ্র ছেলে। রাখিই বরং ছেলেকে দিনের পর দিন অত্যাচার করত। রাখির মা, বোন, প্রাক্তন স্বামী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে ছোটখাটো কারণে চৈতন্যকে অকথ্য মারধর করত রাখি। [লজ্জা! কেরালায় নিজের ছেলের হাতেই ধর্ষিতা মা, এ জঘন্য অপরাধের কি কোনও শাস্তি আছে?]

ক্ষুধার্ত চৈতন্যকে ঘরের মধ্যে আটকে রাখত। শুধু তাই নয়, কেউ যদি চৈতন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসত তাহলে, তাদের বিরুদ্ধে অপহরণ, শ্লীলতাহানি মতো জঘন্য অপরাধের ভুয়া অভিযোগ পুলিশের কাছে দায়ের করবে বলে হুমকি দিতে থাকে সে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল রাখি চৈতন্যকে রাস্তা থেকে হঠাতে চাইছিল, যাতে সে চৈতন্যর নামে যে ১০ লক্ষ টাকার জীবন বীমা রয়েছে তা পেতে পারে। সেই ঘটনায় কতটা সত্যতা রয়েছে তা জানতেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

English summary
Pune Shocker: Mother beats son to death, here's why; chilling details revealed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X