For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গজনী ছবির স্টাইলে সাধারণ মানুষকে মাস্ক পরতে অনুরোধ পুনে পুলিশের

গজনী ছবির স্টাইলে সাধারণ মানুষকে মাস্ক পরতে অনুরোধ পুনে পুলিশের

  • |
Google Oneindia Bengali News

মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পুনে পুলিশকে। গজনী ছবির স্টাইলে একটি মিম শেয়ার করে এদিন সাধারণ মানুষকে মাস্ক পড়তে অনুরোধ করা হয় পুলিশের তরফে।

করোনা সচেতনতায় গজনী ছবির প্রসঙ্গ

করোনা সচেতনতায় গজনী ছবির প্রসঙ্গ

পুনে পুলিশের অফিসিয়াল টুইটারে হ্যান্ডল থেকে মাস্ক পরিহিত আমির খানের একটি ছবি ও লেখা শেয়ার করতে দেখা যায়। গজনী ছবিতে আমির খানের চরিত্রটি স্বল্পমেয়াদী স্মৃতিশক্তিতে রোগাক্রান্ত ছিল বলে দেখা যায়। যেহেতু সে সহজেই সব জিনিস ভুলে যেত তাই মনে রাখতে গুরুত্বপূর্ণ জিনিস গুলির কথা সারা গায়ে উল্কি করিয়ে রাখতো।

আমিরের মাস্ক পরিহিত পোস্টার শেয়ার

এরই প্রসঙ্গ টেনে গজনী লুকে আমিরের পোস্টার সহ মাস্ক পড়ার প্রয়োজনীয়তা নিয়ে পুনে পুলিশকে সতর্ক করতে দেখা যায়। সেখানে মুখোশ পরিহিত আমিরের ছবি শেয়ার করে লেখা হয়েছে, "সবকিছু ভুলে যেতে পারেন তবে মুখোশ পরতে ভুলবেন না।"

 করোনা ঠেকাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অনুরোধ

করোনা ঠেকাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অনুরোধ

একইসাথে ক্যাপশানেও করোনা সচেতনতা বাড়াতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনুরোধ করা হয় পুনে পুলিশের তরফে। সেখানে কৌতূকের আঙ্গিকে গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হয়। লেখা হয়, " মাস্ক পরুন। সামাজিক দূরত্ব পালন করুন। ঘন ঘন হাত ধুয়ে নিন। এর জন্য সারা গায়ে ট্যাটু করার প্রয়োজন নেই"।

নববর্ষে পৌষ পার্বণের শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দের, ভুল বুঝতে পেরেই ডিলিট হল টুইটনববর্ষে পৌষ পার্বণের শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দের, ভুল বুঝতে পেরেই ডিলিট হল টুইট

English summary
Pune police encourage ordinary citizens to waer mask in Ghajini-style
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X