For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাওবাদী যোগ! রাহুল ঘনিষ্ঠ প্রভাবশালী নেতাকে জেরা করতে পারে পুলিশ

মাওবাদীদের সঙ্গে যোগসাজসের অভিযোগে বিশিষ্ট কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে জেরা করতে পারে পুনে পুলিশ। ইতিমধ্যেই মাওবাদীদের সঙ্গে যোগসাজসের অভিযোগে বেশ কয়েকজন সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মাওবাদীদের সঙ্গে যোগসাজসের অভিযোগে বিশিষ্ট কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে জেরা করতে পারে পুনে পুলিশ। ইতিমধ্যেই মাওবাদীদের সঙ্গে যোগসাজসের অভিযোগে বেশ কয়েকজন সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এঁদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি চিঠিতে দিগ্বিজয় সিং-এর ফোন নম্বর লেখা ছিল বলে দাবি করেছে পুনে পুলিশ।

চিঠির বয়ান

চিঠির বয়ান

২০১৭-র ২৫ সেপ্টেম্বর তারিখের একটি চিঠির কথা উল্লেখ করেছে পুনে পুলিশ। তাতে কমরেড প্রকাশ জনৈক কমরেড সুরেন্দ্রকে লিখছেন। তাতে বলা হয়েছে, সারা দেশ ব্যাপী ছাত্র আন্দোলনে ছাত্রদের ব্যবহার করতে কংগ্রেস নেতারা সাহায্য করবেন। চিঠিতে একটি ফোন নম্বর উল্লেখ করে কমরেড সুরেন্দ্রকে প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লিখিত নম্বরটিই হল দিগ্বিজয় সিং-এর ফোন নম্বর।

পুনে পুলিশের দাবি

পুনে পুলিশের দাবি

পুনে পুলিশের বয়ান অনুযায়ী, কমরেড সুরেন্দ্র হিসেবে যাঁকে উল্লেখ করা হয়েছে, তিনি হলেন, সুরেন্দ্র গ্যাডলিং। নাগপুরের এক আইনজীবী, যাঁকে গত জুনে গ্রেফতার করা হয়েছে। আর কমরেড প্রকাশ হলেন, মাওবাদীদের শীর্ষস্থানীয় কমান্ডার। চিঠির বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, পুলিশের শীর্ষ আধিকারিকরা।

চিঠি প্রকাশে বিষয় সামনে

চিঠি প্রকাশে বিষয় সামনে

আদালতের কাছে প্রমাণ হিসেবে চিঠি দাখিল করতেই, চিঠির বিষয় বস্তুও সামনে চলে আসে। গ্রেফতার হওয়া সমাজকর্মীদের সঙ্গে মাওবাদীদের যোগসাজস প্রমাণ করতে চিঠিটি আদালতে দাখিল করা হয়েছিল। সেই সময় দিগ্বিজয় সিং বলেছিলেন, যদি তিনি দোষী প্রমাণিত হন, তাহলে যেন তাঁকে গ্রেফতার করা হয়।

দিগ্বিজয়কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

দিগ্বিজয়কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

পুলিশ সূত্রে খবর, ফোন নম্বরটি দিগ্বিজয় সিং-এর। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। তবে কবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, তা অবশ্য জানা যায়নি।

জুন মাসে পুনে পুলিশ ৫ সমাজকর্মীকে গ্রেফতার করে। পরবর্তী পর্যায়ে অগাস্টে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত এই মামলায় ২২ জনকে ইউএপিএ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

English summary
Pune police likely to question Digvijaya Singh in Maoist probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X