For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুণে ধসের ঘটনায় মৃতের সংখ্যা পৌছল ২৫, স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন এলাকা পরিদর্শনে

Google Oneindia Bengali News

পুণে ধসের ঘটনায় মৃতের সংখ্যা পৌছল ২৫, স্বরাস্ট্রমন্ত্রী যাচ্ছেন এলাকা পরিদর্শনে
পুণে, ৩১ জুলাই: পুণে ধস মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুমান দুশোরও বেশি মানুষ ধ্বংসস্তু্পের মধ্যে আটকে থাকতে পারেন। বুধবার পুণের কাছে আম্বেগাঁও তেহসিলের মালিন গ্রামে ধসের জেরে ভেঙে পড়ে ৫০টির মতো বাড়ি। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মালিন গ্রামে পরিস্থিতি পরিদর্শনে যাবেন।

এই দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশেই রাজনাথ সিং আজই পুণেতে যাচ্ছেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Loss of lives in landslide in Pune dist. is saddening. Spoke to Rajnath ji & he would be travelling to Pune to take stock of the situation.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/494437202965700608">July 30, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এনডিআরএফ-এ ৪০০ জনের একটি দল উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকার্য। খারাপ আবহাওয়ার জেরে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। এনডিআরএফকে উদ্ধারকার্যে সাহায্য করতেই মূলত তাদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। কোথাও গাছের পাতা নড়ছে কিনা, পাথম গড়িয়ে পড়ছে কিনা, কাদার মধ্যে কোনও রকম স্পন্দন হচ্ছে কিনা এসব যদি দেখতে পান গ্রামবাসীরা তাহলে তা তৎক্ষণাৎ উদ্ধারকর্মীদের জানাতে বলা হয়েছে। সেই সূত্র ধরে কেউ কোথায় আটকে রয়েছেন কিনা সে বিষয়ে তৎপর হবেন উদ্ধারকর্মীরা।

ধ্বংসস্তুপ সরাতে বড় বড় শ্ক্তিশালী যন্ত্রপাতি আনা হয়েছে। কিন্তা তা সত্ত্বেও ধীরগতিতেই চলছে উদ্ধারকাজ। এনডিআরএফ কর্মীরা জানিয়েছেন, ধ্বংস্তুপের মধ্যে বহু মানুষ আটকে রয়েছেন। তাই তাদের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য অতি সাবধানে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। তাই শক্তিশালী যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

ধ্বংসস্তুপ সরিয়ে যেমন যেমন মৃত বা আহত ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে তেমন তেমন তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, বিশেষজ্ঞদের মতে এই এলাকায় অতিরিক্ত অরণ্যছেদনের কারণেই এই অঞ্চলের মাটি অরক্ষিত হয়ে গিয়েছে। আর তার ফলেই এই দুর্ভোগ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধসের জেরে পাহাড়ের উপর থেকে সবকিছু ধুয়েমুছে নেমে এসেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

English summary
Pune landslide toll hits 25: Rajnath Singh to visit today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X